ইবিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ১৬ সেপ্টেম্বর 'ডেঙ্গু বিস্তারের কারণ ও করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা তাদের গবেষণার মাধ্যমে মানবজাতির এই ক্ষুদ্রতম শত্রম্ন ডেঙ্গু ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এজন্য এ বিষয়ে তৎপর হওয়া উচিত। বিভাগের প্রভাষক রবিউল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম। সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ। সেমিনারটির সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। প্রধান আলোচক বাংলাদেশে ডেঙ্গু বিস্তার, বিগত বছরগুলোর চেয়ে বর্তমান সময়ে ডেঙ্গু বিস্তারের কারণ এবং ডেঙ্গুর প্রকোপ রোধে যা যা করণীয় তা সম্পর্কে তিনি সবিস্তারে আলোচনা উপস্থাপন করেন।