নবম-দশম শ্রেণির পড়াশোনা

জীববিজ্ঞান

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
অধ্যায় ৪ ৩৭। বিকেলে সালোক সংশ্লেষণের গতিমন্থর হয় কেন? উত্তর : পাতায় শর্করা বেশি থাকার কারণে ৩৮। সবুজ উদ্ভিদে কার্বন ডাই-অক্সাইড বিজারণে কয়টি গতিপথ সনাক্ত করা হয়েছে? উত্তর : ৩টি ৩৯। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কারকের নাম কী? উত্তর : বস্ন্যাকম্যান ৪০। কোন ধরনের উদ্ভিদের সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ অক্সালিক এসিড? উত্তর : ঈ৪ উদ্ভিদের ৪১। বস্ন্যাকম্যান কোন ধরনের বিজ্ঞানী ছিলেন? উত্তর : শরীরতত্ত্ববিদ ৪২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কয় প্রকার? উত্তর : ২ প্রকার ৪৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কী? উত্তর : পাতার মেসোফিল টিসু্য ৪৪। ভুট্টা, আখ, মুথা ঘাস, অ্যামারন্থাস ইত্যাদি কোন ধরনের উদ্ভিদ? উত্তর : ঈ৪ উদ্ভিদ ৪৫। সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে পানির বিয়োজনকে কী বলা হয়? উত্তর : ফটোলাইসিস ৪৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন কে? উত্তর : বস্ন্যাকম্যান ৪৭। বস্ন্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রাক্রয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন? উত্তর : ১৯০৫ সালে ৪৮। ক্যালভিন চক্রে অস্থায়ী কী তৈরি হয়? উত্তর : কিটো এসিড ৪৯। ক্লোরোফিল আলোক রশ্মি থেকে কী শোষণ করে? উত্তর : ফোটন ৫০। পাইরুভিক এসিড অসম্পূর্ণরূপে জারিত হয়ে কী উৎপন্ন করে? উত্তর : ল্যাকটিক এসিড ৫১। সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্যের নাম লিখ। উত্তর : অক্সিজেন ও পানি ৫২। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থটি কত কার্বনবিশিষ্ট? উত্তর : ৩ ৫৩। সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কী উৎপন্ন হয়? উত্তর : কার্বোহাইড্রেট ৫৪। সালোকসংশ্লেষণের আলোকনির্ভর পর্যায়ে কী উৎপন্ন হয়? উত্তর : অঞচ ৫৫। কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়? উত্তর : লাল ৫৬। হ্যাচ ও স্স্ন্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কী? উত্তর : অক্সালো এসিটিক এসিড