জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শাহ আব্দুল করিম
প্রশ্ন: যে দেশে বাংলাদেশি পাসপোর্ট দ্বারা ভ্রমণ করা যায় না- উত্তর: ওংৎধবষ প্রশ্ন: কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে? উত্তর: ১৭ সেপ্টেম্বের, ১৯৭৪ প্রশ্ন: বঙ্গবন্ধু 'জুলিও কুরি' পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের- উত্তর: ১৮ অক্টোবর প্রশ্ন: অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধধর্ম প্রচার করে বিখ্যাত হন? উত্তর: তিব্বত প্রশ্ন: নোবেল পুরস্কার বিজয়ী এশীয়দের মধ্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের স্থান কততম? উত্তর: ৩৩তম প্রশ্ন: লালন শাহের আখড়া কোথায় অবস্থিত? উত্তর: কুষ্টিয়া প্রশ্ন: শেরে বাংলার পিতার নাম কি? উত্তর: মোহাম্মদ ওয়াজেদ প্রশ্ন: গাড়ি চলে না, চলে না, নারে --------, গানের গীতিকার কে? উত্তর: শাহ আব্দুল করিম প্রশ্ন: 'ঞযব ঝঢ়রৎরঃ ড়ভ ওংষধস' বইটির লেখক কে? উত্তর: সৈয়দ আমীর আলী প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র 'ঝঃড়ঢ় এবহড়পরফব'-এর পরিচালক কে? উত্তর: জহির রায়হান প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর: গীতাঞ্জলি প্রশ্ন: 'কেউ মালা, কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়' এই পঙ্‌ক্তিটি কার - উত্তর: লালন শাহ প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম- উত্তর: ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রশ্ন: অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন? উত্তর: মুন্সিগঞ্জ