জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
তারেক মাসুদ
প্রশ্ন: 'মুক্তির গান' চলচ্চিত্রের নির্মাতা- উত্তর: তারেক মাসুদ প্রশ্ন: জনাব এফআর খান ছিলেন বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন? উত্তর: স্থপতি প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন- উত্তর: ১৯১৩ সালে প্রশ্ন: বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন- উত্তর: নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে প্রশ্ন: 'খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়'- এ পঙ্‌ক্তিটি কার রচনা? উত্তর: লালন শাহ প্রশ্ন: কোনটি জহির রায়হানের রচনা? উত্তর: বরফ গলা নদী প্রশ্ন: জন্মসূত্রে যে বাঙালি অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান তার নাম- উত্তর: অমর্ত্য সেন প্রশ্ন: 'বেঙ্গল ফাউন্ডেশন' কি? উত্তর: আর্ট গ্যালারি প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে? উত্তর: জহির রায়হান