বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (সাধারণজ্ঞান)

প্রিয় শিক্ষার্থী, চলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
১০৭। সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশ কোনটি? ক. চীন খ. নেদারল্যান্ড গ. বাংলাদেশ ঘ. ভারত সঠিক উত্তর : গ. বাংলাদেশ ১০৮। ব্রহ্মদেশ বর্তমানে কি নামে পরিচিত? ক. থাইল্যান্ড খ. জাপান গ. মায়ানমার ঘ. ভিয়েতনাম সঠিক উত্তর : গ. মায়ানমার ১০৯। পৃথিবীর সবচেয়ে পুরাতন স্মৃতিস্তম্ভ কি? ক. আইফেল টাওয়ার খ. তাজমহল গ. পিরামিড ঘ. কুতুবমিনার সঠিক উত্তর : গ. পিরামিড ১১০। নিম্নের কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত? ক. সুদারল্যান্ড খ. ভিক্টোরিয়া গ. নায়েগ্রা ঘ. গ্রেট ফলস সঠিক উত্তর : খ. ভিক্টোরিয়া ১১১। নেপোলিয়ান ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ক. ফ্রান্স খ. জার্মানি গ. বেলজিয়াম ঘ. ইংল্যান্ড সঠিক উত্তর : গ. বেলজিয়াম ১১২। ঘঝঅউঅছ, ঋঞঝঊ, ঘওককঊও, ঐঅঘএঝঅঘএ-এগুলো দ্বারা কি বোঝায়? ক. কতগুলো দেশের মুদ্রার নাম খ. পূর্ব এশিয়ার কতগুলো নদীর নাম গ. ইউরোপের কতগুলো শহরের নাম ঘ. বিশ্বের কতগুলো শেয়ার বাজারের নাম সঠিক উত্তর : ঘ. বিশ্বের কতগুলো শেয়ার বাজারের নাম ১১৩। মিনাংগকাবাউ জনগোষ্ঠী নিম্নের কোন দেশে বসবাস করে? ক. ইন্দোনেশিয়া খ. থাইল্যান্ড গ. দি ফিলিপিনস ঘ. বোর্নিয়ো সঠিক উত্তর : ক. ইন্দোনেশিয়া ১১৪। কত হাজার বৎসর পূর্বে অস্ট্রেলিয়াতে অ্যাব্রোজিনালরা বসবাস শুরু করে? ক. ১০০০০ খ. ২০০০০ গ. ৩০০০০ ঘ. ৪০০০০ সঠিক উত্তর : ঘ. ৪০০০০ ১১৫। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? ক. বৈকাল-বিশ্বের উচ্চতর হ্রদ খ. আকিশ হাইকিগু-বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু গ. পানামা বিশ্বের গভীরতম খাল ঘ. ২১ জুন-বিশ্বের ক্ষুদ্রতম রাত সঠিক উত্তর : ক. বৈকাল-বিশ্বের উচ্চতর হ্রদ ১১৬। 'এঞ্জেলা' জলপ্রপাতটি কোন দেশে অবস্থিত? ক. ফ্রান্স খ. ভারত গ. নরওয়ে ঘ. ভেনিজুয়েলা সঠিক উত্তর : ঘ. ভেনিজুয়েলা ১১৭। পৃথিবীর দীর্ঘতম নীলনদ কয়টি দেশে প্রবাহিত হয়? ক. দশটি খ. বারোটি গ. নয়টি ঘ. এগারটি সঠিক উত্তর : ক. দশটি