জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
আমাদের চোখে কোন ভাষার ইতিহাস ধরা দেয়?
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো বাংলা ভাষার জন্মকথা ১। হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৯৪৫ খ. ১৯৪৬ গ. ১৯৪৭ ঘ. ১৯৪৮ সঠিক উত্তর: গ. ১৯৪৭ ২। ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্ভুক্ত শাখা কোনটি? ক. বাংলা ভাষা খ. ভারতীয় অনার্য ভাষা গ. ভারতীয় আর্যভাষা ঘ. ইউরোপীয় ভাষা সঠিক উত্তর: গ. ভারতীয় আর্য ভাষা ৩। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী? ক. বৈদিক খ. সংস্কৃত গ. মাগধী ঘ. অপভ্রংশ সঠিক উত্তর: ঘ. অপভ্রংশ ৪। আমাদের চোখে কোন ভাষার ইতিহাস ধরা দেয়? ক. বাংলা খ. ইংরেজি গ. আরবি ঘ. ফারসি সঠিক উত্তর: ক. বাংলা ৫। সংস্কৃত ভাষা খ্রিস্টপূর্ব কত অব্দের আগেই লিপিবদ্ধ হয়েছিল? ক. ৪০০ অব্দের খ. ৫০০ অব্দের গ. ৬০০ অব্দের ঘ. ৭০০ অব্দের সঠিক উত্তর: ক. ৪০০ অব্দের ৬। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরটির নাম কী? ক. সংস্কৃত খ. বাংলা গ. বৈদিক ঘ. অপভ্রংশ সঠিক উত্তর: গ. বৈদিক ৭। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তর কী হয়ে গেছে? ক. বিকৃত খ. উন্নত গ. বিলীন ঘ. পরিমার্জিত সঠিক উত্তর: ক. বিকৃত ৮। ভাষা বদলে যায় কেন? ক. মাধুর্যের জন্য খ. সৌন্দর্যের জন্য গ. গতিশীলতার জন্য ঘ. ছন্দময়তার জন্য সঠিক উত্তর: গ. গতিশীলতার জন্য ৯। 'শ্লোক'-এর বিশেষত্ব- র. সংস্কৃত ভাষায় রচিত রর. অন্ত্যমিলযুক্ত দুই চরণ ররর. চার লাইনে বিভক্ত কবিতাংশ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ১০। যন্ত্রাকৃত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য- র. কথ্য ভাষা রর. সাধারণ মানুষের ভাষা ররর. মধ্যভারতীয় আর্যভাষা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ১১। ভাষার ধ্বনি কীভাবে বদলে যায়? ক. মানুষের হাতে হাতে খ. মানুষের কানে কানে গ. মানুষের চোখে চোখে ঘ. মানুষের মুখে মুখে সঠিক উত্তর: ঘ. মানুষের মুখে মুখে ১২। নিচের কোনটি চলিত ভাষারীতির শব্দ? ক. হয়েছে খ. হইয়াছে গ. হইতেছে ঘ. হইয়াছিল সঠিক উত্তর: ক. হয়েছে