প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো ৫৩. কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াকে কী বলে? উত্তর: বাস্তুসংস্থান অধ্যায়-২ ১। কলকারখানার ধোঁয়া কী ঘটায়? উত্তর: বায়ুদূষণ ২। ডায়রিয়া কীসের ফলে হয়? উত্তর: পানিদূষণের ফলে ৩। মাটিদূষণের কারণ কী? উত্তর: কীটনাশকের ব্যবহার ৪। পরিবেশ সংরক্ষণের উপায় কী? উত্তর: রিসাইকেল করা ৫। তোমার বাবা কারখানা সচল রাখতে কয়লা ও তৈল ব্যবহার করেন। এই কয়লা ও তৈল কী? উত্তর: জীবাশ্ম জ্বালানি ৬। নির্বিচারে গাছ কাটার ফলে আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে। এ সমস্যা সমাধানে তুমি কী করবে? উত্তর: বৃক্ষরোপণ করার জন্য জনগণকে সচেতন করবো ৭। তোমার এলাকার পরিবেশ সবুজ রাখতে এলাকাবাসীকে নিয়ে কোন কাজ করবে? উত্তর: প্রত্যেকের বাড়ির ফাঁকা স্থানে বৃক্ষরোপণ করবো ৮। ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে পুকুর, খাল-বিলে ফেললে কী হবে?। উত্তর: পরিবেশের দূষণ ঘটবে ৯। তানিম খবরের কাগজে পড়ল হিমালয়ের হিমবাহ গলতে শুরু করেছে। এতে কী ঘটবে? উত্তর: সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে ১০। নিয়াজ সাহেব শিল্প এলাকায় বাস করেন। সম্প্রতি তাঁর প্রতিবেশীসহ অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তাঁদের রোগাক্রান্ত হওয়ার কারণ কী? উত্তর: পরিবেশদূষণ ১১। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে কী ঘটে? উত্তর: সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায় ১২। পরিবেশদূষণের ফলে কী ঘটে? উত্তর: জীবের বিলুপ্তি ১৩। গৃহকর্মী আমিনা ময়লা পুকুরের পানিতে গোসল করায় গায়ে চুলকানির লক্ষণ দেখা দিয়েছে। আমিনার কোন রোগ হয়েছে? উত্তর: চর্মরোগ ১৪। তোমার গ্রামের বাড়ির পুকুরে মাছ চাষ করেছ। কিছুদিন পর কারখানার বর্জ্য পুকুরের পানিতে মেশার ফলে মাছগুলো মারা যেতে লাগল। কী কারণে পুকুরের মাছ মারা যাচ্ছে? উত্তর: পানি দূষিত হওয়ায় ১৫। আবিদের মা সব সময় বাড়ির পুকুরে কাপড় ধৌত করেন। আবিদের মায়ের কাজটি পুকুরের কোন ক্ষতি করবে? উত্তর: পানিদূষণ করবে ১৬। বার্ষিক পরীক্ষা চলাকালীন তোমার বিদ্যালয়ের পাশের একটি প্রতিষ্ঠান উচ্চ স্বরে মিউজিক পেস্ন করল। এতে তুমি ভালো লিখতে পারলে না। এটিকে তুমি কী বলবে? উত্তর: শব্দদূষণ ১৭। তুমি বেড়াতে যাবে বলে বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছ। বাস থেকে নির্গত ধোঁয়া আকাশ ছেয়ে দিল। এটি পরিবেশে কী সৃষ্টি করবে? উত্তর: বায়ুদূষণ ১৮। বায়ুদূষণ রোধে তুমি কী করবে? উত্তর: বেশি করে গাছ লাগাব ১৯। বায়ুদূষণ কীসের ওপর প্রভাব ফেলে? উত্তর: মানুষের স্বাস্থ্য ২০। বায়ুদূষণের প্রধান কারণ কী? উত্তর: যানবাহন ও কলকারখানার ধোঁয়া