৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা বাংলা ১ম পত্র

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। তোলপাড় ৩। 'তোলপাড়' গল্পে নদীর ঘাট কত দূরে? ক. পাঁচ মাইল দূরে খ. চার মাইল দূরে গ. তিন মাইল দূরে ঘ. দুই মাইল দূরে সঠিক উত্তর: ঘ. দুই মাইল দূরে ৪। 'তোলপাড়' গল্পে সাবুর কোলের বাচ্চাটি কেমন? ক. বেশ হালকা খ. বেশ ভারী গ. খুব রোগা ঘ. খুবই সুন্দর সঠিক উত্তর: খ. বেশ ভারী ৫। 'তোমরাই আমার ছেলে, বাবা' - উক্তিটি কার? ক. বুড়োর পুত্রবধূর খ. মিসেস রহমানের গ. বুড়ো লোকটির ঘ. সাবুর মায়ের সঠিক উত্তর: গ. বুড়ো লোকটির ৬। 'তোলপাড়' গল্পে এক নারী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন কেন? ক. বাড়িঘর ছেড়ে আসায় খ. পথের ক্লান্তিতে গ. নিহত স্বামীর কথা ভেবে ঘ. ক্ষুধার কষ্টে সঠিক উত্তর গ. নিহত স্বামীর কথা ভেবে ৭। 'তোলপাড়' গল্পে পাকিস্তানি সেনাদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? ক. দয়ালুদের সঙ্গে খ. পিঁপড়ার সঙ্গে গ. জানোয়ারদের সঙ্গে ঘ. বাঘের সঙ্গে সঠিক উত্তর: গ. জানোয়ারদের সঙ্গে ৮। 'তোলপাড়' গল্পে সাবুর বুকে কেন তোলপাড় শুরু হয়? ক. পাকিস্তানি সেনাদের হত্যা-নির্যাতন দেখে খ. ঢাকায় যাওয়ার জন্য গ. বুড়ো লোকটি চলে যাওয়ায় ঘ. মিসেস রহমান চলে যাওয়ায় সঠিক উত্তর: ক. পাকিস্তানি সেনাদের হত্যা-নির্যাতন দেখে সততার পুরস্কার ১। ড. মুহম্মদ শহীদুলস্নাহ্‌ 'সততার পুরস্কার' গল্পে কী তুলে ধরেছেন? ক. ফেরেশতাদের কাহিনী খ. হাদিসের কাহিনী গ. ইহুদিদের কাহিনী ঘ. প্রাচীন রূপকথা সঠিক উত্তর: খ. হাদিসের কাহিনী