নবম-দশম শ্রেণির পড়াশোনা জীববিজ্ঞান

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
পাতার কোন অংশে ক্লোরোপস্নাস্ট সবচেয়ে বেশি?
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো। অধ্যায় ৪ ৭৭। পাতার কোন অংশে ক্লোরোপস্নাস্ট সবচেয়ে বেশি? উত্তর : প্যালিসাইড প্যারেনকাইমা অংশে ৭৮। খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হলে কোন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে? উত্তর : শ্বসন ৭৯। অক্সিজেন প্রাপ্যতার ভিত্তিতে শ্বসনকে কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে ৮০। শ্বেতসারের পরীক্ষা করার জন্য আয়োডিন দ্রবণের প্রয়োজন কত? উত্তর : ১% ৮১। ৫ কার্বন বিশিষ্ট রাইবুলোজ- ১, ৫ ডাই ফসপেট-এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে কী তৈরি করে? উত্তর : কিটো এসিড ৮২। সাধারণ তাপমাত্রায় জীবদেহে দৈনিক কত ঘণ্টা শ্বসন প্রক্রিয়া ঘটে? উত্তর : ২৪ ঘণ্টা ৮৩। কোন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়? উত্তর : শ্বসনপাতার কোন অংশে ক্লোরোপস্নাস্ট সবচেয়ে বেশি? ৮৪। অবাত শ্বসনের ধাপ কয়টি? উত্তর : ২টি ৮৫। সবুজ পাতা আয়োডিন দ্রবণে কী বর্ণ ধারণ করে? উত্তর : নীল ৮৬। শ্বসন প্রক্রিয়া জীবকোষের কোথায় সংঘটিত হয়? উত্তর : মাইটোকন্ড্রিয়াতে ৮৭। গস্নুকোজ + অক্সিজেন ষ্ কার্বন ডাইঅক্সাইড + অ + শক্তি। বিক্রিয়াটির অ স্থানে কী উৎপন্ন হয়? উত্তর : পানি ৮৮। শ্বসনের সময় সৌরশক্তি কীরূপে উদ্ভূত হয়? উত্তর : তাপ ৮৯। অ্যাসিটাইল কো-এ কত কার্বনবিশিষ্ট? \হউত্তর : ২