প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
পানিদূষণ
অধ্যায়-২ ২১। বার্ষিক পরীক্ষা চলাকালীন তোমার বিদ্যালয়ের পাশের একটি প্রতিষ্ঠান উচ্চ স্বরে মিউজিক পেস্ন করল। এতে তুমি ভালো লিখতে পারলে না। এটিকে তুমি কী বলবে? উত্তর: শব্দদূষণ ২২। পুকুরের পাড়ঘেঁষা ঝুলন্ত ও খোলা পায়খানা থেকে কী ধরনের সমস্যা হতে পারে? উত্তর: পানি দূষিত করবে ২৩। গাড়ির হর্ন, গোলমাল, হঠাৎ আওয়াজে আমাদের শারীরিক সমস্যা হয়। এই দূষণের ফলে কী সমস্যা হতে পারে? উত্তর: কানে সমস্যা ২৪। কৃষক বেশি ফসল উৎপাদনের জন্য জমিতে রাসায়নিক সার ব্যবহার করল। এই সার বৃষ্টির পানির সঙ্গে মিশে পরিবেশের কোন দূষণ ঘটাবে? উত্তর: পানিদূষণ ২৫। ইটের ভাটায় প্রতিনিয়ত ইট পোড়ানো হয়। এ ক্ষেত্রে পরিবেশের কোন দূষণ ঘটবে? উত্তর: বায়ুদূষণ ২৬। তাহিয়াদের বাসায় বিদু্যৎ চলে গেলে জেনারেটরের সাহায্যে বিদু্যৎ পায়। সেখানে কোন ধরনের দূষণ হয়ে থাকে? উত্তর: শব্দদূষণ ২৭। শিল্পকারখানার তীব্র আওয়াজে কোন দূষণ ঘটবে? উত্তর: শব্দদূষণ ২৮। তুমি সুন্দরবনে বেড়াতে গিয়ে দেখলে একটি তেলবাহী জাহাজ দুর্ঘটনায় জাহাজের সব তেল বনে ছড়িয়ে পড়ছে। এই তেল পানির পাশাপাশি কী দূষণ ঘটাবে? উত্তর: মাটিদূষণ ২৯। পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় কী? উত্তর: জনসচেতনতা বৃদ্ধি ৩০। পরিবেশ সংরক্ষণের জন্য কী করতে হবে? উত্তর: গাছ লাগাতে হবে ৩১। তোমার ছোট ভাই পস্নাস্টিকের খেলনা ভেঙে ফেলেছে। এখন তুমি কী করবে? উত্তর: নির্দিষ্ট স্থানে ফেলবে ৩২। নাজিম সাহেব মাঝে মাঝে গাড়িতে না চড়ে হেঁটে অফিসে যান। এই কাজটি দ্বারা তিনি পরিবেশের কী সংরক্ষণ করতে চান? উত্তর: প্রাকৃতিক সম্পদ ৩৩। তানিয়ার মা কাজ শেষে পানির কল, লাইটের সুইচ বন্ধ করে রাখেন সব সময়। এই কাজটি তিনি কেন করেন? উত্তর: অপচয় রোধ করতে ৩৪। ভাটায় ইট পোড়ানোর ফলে কী হয়? উত্তর: বায়ু দূষিত হয় ৩৫। উচ্চ স্বরে গান বাজালে কী ঘটে? উত্তর: শব্দদূষণ ৩৬। বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কী? উত্তর: জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো ৩৭। কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে কী দূষিত হয়? উত্তর: মাটি ৩৮। লাউড স্পিকার বা মাইকে- উত্তর: শব্দদূষণ হয় ৩৯। মাটির উর্বরতা নষ্ট হয় কীসে? উত্তর: কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশকে ৪০। পরিবেশদূষণের প্রধান উৎস কী? উত্তর: জীবাশ্ম জ্বালানির ব্যবহার ৪১। পরিবেশদূষণের প্রাকৃতিক কারণ- উত্তর: বন্যা