৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

বাংলা ১ম পত্র

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সততার পুরস্কার ২। ইহুদি তিনজনের শারীরিক ত্রম্নটি কীভাবে দূর হয়? ক. ফেরেশতার অনুগ্রহে খ. সুন্দর আবহাওয়ায় গ. কবিরাজের ঝাড়ফুঁকে ঘ. ডাক্তারের চিকিৎসায় সঠিক উত্তর: ক. ফেরেশতার অনুগ্রহে ৩। তৃতীয় ইহুদি কীভাবে ফেরেশতাকে তার ইচ্ছেমতো সবকিছু দিতে রাজি হলো? ক. নির্ভয়ে খ. চিন্তিত মনে গ. নির্দ্বিধায় ঘ. ভয়ে ভয়ে সঠিক উত্তর: গ. নির্দ্বিধায় ৪। 'সততার পুরস্কার' গল্পে প্রথম দুই ইহুদি তাদের অকৃতজ্ঞতার জন্য কী পেল? ক. পূর্বাবস্থা খ. ভর্ৎসনা গ. রোগব্যাধি ঘ. ধনসম্পদ সঠিক উত্তর: ক. পূর্বাবস্থা ৫। মুহম্মদ শহীদুলস্নাহ কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৯০৫ খ. ১৮৯৫ গ. ১৮৮৫ ঘ. ১৮৭৫ সঠিক উত্তর: গ. ১৮৮৫ ৬। কোন গ্রন্থটির সম্পাদনা মুহম্মদ শহীদুলস্নাহ অসামান্য কীর্তি হিসেবে বিবেচিত হয়? ক. বাংলা ভাষার আঞ্চলিক অভিধান খ. বাংলা ভাষার উচ্চারণ অভিধান গ. বাংলা ভাষার বু্যৎপত্তি অভিধান ঘ. বাংলা ভাষার লেখক অভিধান সঠিক উত্তর: ক. বাংলা ভাষার আঞ্চলিক অভিধান ৭। মুহম্মদ শহীদুলস্নাহ কত সালে মৃতু্যবরণ করেন? ক. ১৯৭৯ খ. ১৯৬৯ গ. ১৯৫৯ ঘ. ১৯৪৯ সঠিক উত্তর : খ. ১৯৬৯ মিনু ৪। হলদে পাখি দেখে মিনুর মনে কী জাগে? ক. পুলক খ. বেদনা গ. ভয় ঘ. শিহরণ সঠিক উত্তর : ঘ. শিহরণ ১। মিনুর সই কে? ক. চাঁদ খ. সূর্য গ. গ্রহ ঘ. তারা সঠিক উত্তর : গ. গ্রহ