রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 'বিশ্ব শান্তি দিবস'

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নানা আয়োজনে উদযাপিত হলো বিশ্ব শান্তি দিবস-২০১৯। উইমেন পিস ক্যাফে (ডবিস্নউপিসি) বেরোবির পক্ষ থেকে 'পিস স্টার্টস উইথ মি' স্স্নোগান নিয়ে দিবসটি উদযাপন করা হয়। ২১ সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের পর দুপুর ১২টার দিকে শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয় দিবসের মূল কর্মসূচি। উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউলস্নাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বোর্ড অব গভর্নরস সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী, ডবিস্নউপিসির মেন্টর, ডবিস্নউপিসির সদস্য এবং বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক শোভাযাত্রায় অংশ নেন। এরপর ভার্চুয়াল ক্লাসরুমে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউলস্নাহ। এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক মনজুর হাসান, ড. সাবের আহমেদ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল। তারা শান্তিরক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। ডবিস্নউপিসির প্রেসিডেন্ট রওনক জাহান মৌশির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডবিস্নউপিসির প্রধান মেন্টর সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুসতারী। এরপর 'উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইসু্যস' শিরোনামে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণের মাধ্যমে শেষ হয় দিনের কার্যক্রম। দিবসের অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন- ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক জেসমিন নাহার ঝুমুর ও সোহাগ আলী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামীম হোসেন, বেরোবির ডবিস্নউপিসির সম্পাদক রাহাত আরা রিস্তি, সহ-সভাপতি নোশিন শর্মিলী প্রমুখ।