জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা ২য় পত্র

'নদী' শব্দের যথার্থ প্রতিশব্দ-

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো ১৪. ঋ- বর্ণের উচ্চারণ কোথায়? ক. কণ্ঠ খ. তালু গ. ওষ্ঠ ঘ. মূর্ধা সঠিক উত্তর : ঘ. মূর্ধা ১৫. 'বাগ্মী' শব্দের সঠিক উচ্চারণ কোনটি? ক. বাগ্‌িগ খ. বাগ্মি গ. বাগ্নি ঘ. বাগ্‌িঘ সঠিক উত্তর : খ. বাগ্মি ১৬. সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়? ক. দুই ধরনের খ. তিন ধরনের গ. চার ধরনের ঘ. পাঁচ ধরনের সঠিক উত্তর : গ. চার ধরনের ১৭. 'মাছের মায়ের পুত্র শোক' বাগধারাটির অর্থ কী? ক. মিথ্যা শোক খ. একমাত্র সন্তান গ. মন্দভাগ্য ঘ. দলপতি সঠিক উত্তর : ক. মিথ্যা শোক ১৮. 'নদী' শব্দের যথার্থ প্রতিশব্দ কোনটি? ক. সমুদ্র খ. তটিনী গ. দিঘি ঘ. জলাশয় সঠিক উত্তর : খ. তটিনী ১৯. আমটি কাঁচা হলেও বেশ মিষ্টি- এ বাক্যটিতে 'কাঁচা' কোন অর্থে ব্যবহার হয়েছে? ক. অসিদ্ধ খ. অপূর্ণ গ. অপক্ব ঘ. অশুষ্ক সঠিক উত্তর : গ. অপক্ব ২০. বাংলা ভাষার প্রধান রূপ দুটি কী কী? ক. সাধু ও চলিত খ. মৌখিক ও লৈখিক গ. লেখ্য ও আঞ্চলিক ঘ. আঞ্চলিক ও সার্বজনীন সঠিক উত্তর : খ. মৌখিক ও লৈখিক ২১। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? ক. ৭টি খ. ৯টি গ. ১০টি ঘ. ১১টি সঠিক উত্তর : ক. ৭টি ২২। চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি? ক. পদ বিন্যাস সুনির্দিষ্ট খ. গুরু গম্ভীর গ. পদ বিন্যাস সুনিয়ন্ত্রিত \হঘ. তদ্ভব শব্দ বহুল। সঠিক উত্তর : ঘ. তদ্ভব শব্দ বহুল। ২৩। শশাঙ্কের সমার্থক শব্দ কোনটি? ক. সূর্য খ. চাঁদ গ. পৃথিবী ঘ. সমুদ্র। সঠিক উত্তর : খ. চাঁদ ২৪। গোয়ালা কোন প্রত্যয়যোগে স্ত্রী লিঙ্গ হয়েছে? ক. আনী খ. নী গ. ইনী ঘ. ই সঠিক উত্তর : গ. ইনী ২৫। নত্ব বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ক. শব্দ তত্ত্ব খ. বাক্য তত্ত্ব গ. রূপতত্ত্ব ঘ. ধ্বনিতত্ত্ব সঠিক উত্তর : ঘ. ধ্বনিতত্ত্ব ২৬। উৎকর্ষের বিপরীত শব্দ কোনটি? ক. অপকর্ষ খ. অপকৃষ্ট গ. উৎকৃষ্ট ঘ. নিকৃষ্ট সঠিক উত্তর : ক. অপকর্ষ ২৭। অ+আ=আ এই সূত্রের সন্ধিজাত শব্দ কোনটি? ক. জলাশয় খ. নবান্ন গ. মহাশয় ঘ. বিদ্যালয় সঠিক উত্তর : ক. জলাশয় ২৮। বাক্যের ব্যবহৃত প্রতিটি শব্দকে কী বলে? ক. বিভক্তি খ. ধাতু গ. পদ ঘ. প্রত্যয় সঠিক উত্তর : গ. পদ