জানার আছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
নিতুন কুন্ডু
প্রশ্ন: 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির শিল্পী বা ভাস্কর কে? উত্তর: নিতুন কুন্ডু প্রশ্ন: মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ 'বিজয়কেতন' কোথায় অবস্থিত? উত্তর: ঢাকা সেনানিবাসে প্রশ্ন: ৯ অক্টোবর ২০১৫ কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের ভাস্কর্য উদ্বোধন করা হয়? উত্তর: মাদার্স ওয়াক্স মিউজিয়াম প্রশ্ন: বগুড়ার নবাববাড়িকে কবে সরকার সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করে? উত্তর: ১২ মে ২০১৬ প্রশ্ন: লালবাগ কেলস্না কার সমাধিস্থল? উত্তর: পরীবিবি প্রশ্ন: শিল্পী জয়নুল আবেদীন সংগ্রহশালাটি কোথায়? উত্তর: ময়মনসিংহে \হ প্রশ্ন: রংপুর শহরের প্রবেশদ্বার মর্ডান মোড়ে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যের নাম কি? উত্তর: অর্জন প্রশ্ন: 'শিলাদেবীর ঘাট' কোথায় অবস্থিত? উত্তর: বগুড়া প্রশ্ন: 'বিজয় কেতন' কি? উত্তর: মুক্তিযুদ্ধ জাদুঘর প্রশ্ন: গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? উত্তর: হোসেন শাহ্‌? প্রশ্ন: বাংলাদেশ সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত? উত্তর: ঢাকা