নবম-দশম শ্রেণির পড়াশোনা পদার্থবিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো। অধ্যায় - ১ ৯৬। ১ টেরাগ্রাম (১ ঞম) কত গ্রামের সমান? উত্তর : ১০১২ ম ৯৭। ১ গিগাবাইট (১ এই) কত বাইটের সমান? উত্তর : ১০৯ ই ৯৮। ১ মেগাওয়াট (১ গড) কত ওয়াটের সমান? উত্তর: ১০১৬ ড ৯৯। ১ কিলোভোল্ট (১ শঠ) কত ভোল্টের সমান? উত্তর : ১০৩ ঠ ১০০। ১ হেক্টোজুল (১ যঔ) কত জুলের সমান? উত্তর : ১০২ ঔ ১০১। ১ ডেকানিউটন (১ ফধঘ) কত নিউটনের সমান? উত্তর : ১০১ ঘ ১০২। ১ ডেসিও'ম (১ ফ) কত ও'মের সমান? উত্তর : ১০-১ ১০৩। ১ সেন্টিমিটার (১ পস) কত মিটারের সমান? উত্তর : ১০-২ স ১০৪। ১ মিলিঅ্যাম্পিয়ার (১ সঅ) কত অ্যাম্পিয়ারের সমান? উত্তর : ১০-৩ অ ১০৫। ১ মাইক্রোভোল্ট (১সঠ) কত ভোল্টের সমান? উত্তর : ১০-৬ ঠ ১০৬। মাত্রা কাকে বলে? উত্তর : কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। ১০৭। কোনো রাশির মাত্রা নির্দেশ করতে কোন বন্ধনী ব্যবহার করা হয়? উত্তর : তৃতীয় বন্ধনী [ ] ১০৮। কিসের মাধ্যমে আমরা কোনো সমীকরণ বা ফর্মুলার সঠিকতা যাচাই করতে পারি? উত্তর : মাত্রা বিশ্লেষণের ১০৯। তড়িৎপ্রবাহের মাত্রা লিখ। উত্তর : ও ১১০। দীপন তীব্রতার মাত্রা লিখ। উত্তর : ঔ ১১১। পদার্থের পরিমাণের মাত্রা লিখ। উত্তর : ঘ ১১২। তাপমাত্রার মাত্রা লিখ। উত্তর : (বড় হাতের গ্রিক অক্ষর) ১১৩। সরণ এর মাত্রা লিখ। উত্তর : খ ১১৪। বেগের মাত্রা লিখ। উত্তর : খঞ-১ ১১৫। ত্বরণের মাত্রা লিখ। উত্তর : খঞ-২ ১১৬। সময় এর মাত্রা লিখ। উত্তর : ঞ ১১৭। বলের মাত্রা লিখ। উত্তর : গখঞ-২ ১১৮। পদার্থবিজ্ঞানের ভাষা কী? উত্তর : গণিত