আইইউবিতে বার্ষিক একাডেমি অ্যাওয়ার্ড

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। গত ৩ অক্টোবর বর্ণাঢ্য এক আয়োজনের মাধ্যমে ভালো ফলাফলের অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত হয় বর্ণাঢ্য এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আরও উপস্থিত ছিলেন- আইইউবি'র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, আইইউবি'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন ও রেজিস্ট্রার আনোয়ারুল ইসলাম। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের মধ্যে দুটি ক্যাটাগরিতে ৫টি বিভাগে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড দেয়া হয়। এগুলো হলো- ডিনস লিস্ট, ডিনস মেরিট লিস্ট, ডিনস অনার লিস্ট, ভাইস চ্যান্সেলরস লিস্ট এবং ভাইস চ্যান্সেলর অনার লিস্ট। 'ভাইস চ্যান্সেলর' পদক তালিকার বিজয়ীরা ১০ হাজার এবং ডিন পদক তালিকায় বিজয়ী প্রত্যেককে ৫ হাজার টাকা ও সনদ দেয়া হয়।