৭ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
তিতুমীর
অধ্যায়-১ ২৩. নীলচাষিদের ওপর অত্যাচারের মর্মস্পর্শী চিত্র ফুটে উঠেছে কোন নাটকে? ক. রক্তকরবী খ. বসন্তকুমারী গ. নীলদর্পণ ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায় সঠিক উত্তর : গ. নীলদর্পণ ২৪. তিতুমীরের নেতৃত্বে কোন অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে? ক. নদীয়া খ. ফরিদপুর গ. বিহার ঘ. চব্বিশ পরগনা সঠিক উত্তর : ঘ. চব্বিশ পরগনা ২৫. সাধারণ মানুষের অংশগ্রহণে বাংলায় প্রথম বিদ্রোহ কোনটি? ক. নীল বিদ্রোহ খ. সাঁওতাল বিদ্রোহ গ. কৈবর্ত বিদ্রোহ ঘ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ সঠিক উত্তর : গ. কৈবর্ত বিদ্রোহ ২৬. রাজা দ্বিতীয় মহীপালের শাসনকাল কোনটি? ক. ১০৩৫-১০৬৫ খ. ১০৫৫-১০৮৬ গ. ১০৬০-১০৯০ ঘ. ১০৭০-১০৭৭ সঠিক উত্তর : ঘ. ১০৭০-১০৭৭ ২৭. অত্যাচারিত কৃষকের শরীরের বিভিন্ন স্থানে এক ইঞ্চি গভীর দাগ কী প্রমাণ করে? ক. ভূস্বামীদের অত্যাচার খ. ইংরেজদের অত্যাচার গ. সম্রাটের অত্যাচার ঘ. কালেক্টরের অত্যাচার সঠিক উত্তর : খ. ইংরেজদের অত্যাচার ২৮. তাঁতশিল্পের বিকাশের সঙ্গে কোনটির চাহিদা বেড়ে গিয়েছিল? ক. নীল খ. সুতা গ. তুলা ঘ. রাবার সঠিক উত্তর : ক. নীল ২৯. তিতুমীরের নেতৃত্বে সাধারণ মানুষ চ্যালেঞ্জ করে- র. ইংরেজ নীলকরদের রর. ইংরেজ দোসর জমিদারদের ররর. ইংরেজ শাসনকে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৩০. সাঁওতাল বিদ্রোহের সময়কালে ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন? ক. ওয়ারেন হেস্টিংস খ. রবার্ট ক্লাইভ গ. লর্ড ডালহৌসি ঘ. উইলিয়াম বেন্টিং সঠিক উত্তর : গ. লর্ড ডালহৌসি ৩১. সাঁওতাল বিদ্রোহে নিহত ব্যক্তিদের আমরা কী হিসেবে উলেস্নখ করতে পারি? ক. অত্যাচারী খ. শোষক গ. শহীদ ঘ. বিদ্রোহী সঠিক উত্তর : গ. শহীদ