সাধারণ জ্ঞান

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
৫৭. ঘওচঙজঞ কী? ক. একটি এনজিও খ. দারিদ্র্য দূরীকরণের জন্য প্রতিষ্ঠান গ. জনসংখ্যাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ঘ. ইউরোপের একটি সমুদ্রবন্দর সঠিক উত্তর : গ. জনসংখ্যাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ৫৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? ক. লর্ড লরেন্স ডানডাস খ. পি জে হার্টগ গ. প্রফেসর এফসি টার্নার ঘ. স্যার এএফ রহমান সঠিক উত্তর : ক. লর্ড লরেন্স ডানডাস ৫৯. দেশজ উপাদান ব্যবহার করে আর্সেনিক মুক্ত করার পদ্ধতির আবিষ্কারক কে? ক. ড. আবুল হুসাম খ. ড. মাকসুদুল আলম গ. ড. ফ্লোরা মজিদ ঘ. ড. এমএ হাসান সঠিক উত্তর : ঘ. ড. এমএ হাসান ৬০.'শৈবাল জাতীয় খাদ্য' স্প্রিলুনা কে আবিষ্কার করেন? ক. ড. মুহাম্মদ ইউনুস খ. ড. ফ্লোরা মজিদ গ. এ্যাঞ্জেলা গোমেজ ঘ. ড. মুহাম্মদ সিদ্দিকুলস্নাহ সঠিক উত্তর : খ. ড. ফ্লোরা মজিদ ৬১. ঢাকার পূর্ব নাম কী? ক. জাহাঙ্গীরনগর খ. ঢাবেক্কা গ. ঢুক্কা ঘ. সবগুলো সঠিক উত্তর : ঘ. সবগুলো ৬২. বরিশালের পূর্ব নাম কী? ক. চন্দ্রদ্বীপ খ. বাকলা গ. ইসমাইলপুর ঘ. সবগুলো সঠিক উত্তর : ঘ. সবগুলো ৬৩. 'পুন্ড্রবর্ধন'-এর বর্তমান নাম কী? ক. ময়মনসিংহ খ. সোনারগাঁও গ. মহাস্থানগড় ঘ. সবগুলো সঠিক উত্তর : গ. মহাস্থানগড় ৬৪. সোনারগাঁও এর পূর্ব নাম কী? ক. সুবর্ণচর খ. সুবর্ণ গ্রাম গ. সুন্দর নগরী ঘ. সবগুলো সঠিক উত্তর : খ. সুবর্ণ গ্রাম ৬৫. বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় - ক. খুলনা খ. সিলেট গ. বরিশাল ঘ. চট্টগ্রাম সঠিক উত্তর : ঘ. চট্টগ্রাম ৬৬. 'ত্রিপুরা'র বর্তমান নাম কী? ক. গাজীপুর খ. কুমিলস্না গ. পটুয়াখালী ঘ. নোয়াখালী সঠিক উত্তর : খ. কুমিলস্না ৬৭. বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? ক. পটুয়াখালী খ. বরিশাল গ. রাঙামাটি ঘ. বাগেরহাট সঠিক উত্তর : গ. রাঙামাটি ৬৮. জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? ক. ঢাকা খ. সাভার গ. রাঙামাটি ঘ. সিলেট সঠিক উত্তর : খ. সাভার ৬৯. কোনটি প্রাচীনতম ঐতিহাসিক স্থান? ক. মহাস্থানগড় খ. সোমপুর বিহার গ. সোনারগাঁও ঘ. কোনটি নয় সঠিক উত্তর : ক. মহাস্থানগড় ৭০. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ক. ২ ফেব্রম্নয়ারি ১৯১২ খ. ২৩ মার্চ ১৯২০ গ. ২৭ মে ১৯১২ ঘ. ১ জুলাই ১৯২১ সঠিক উত্তর : ঘ. ১ জুলাই ১৯২১