মানারাত ভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে 'শিক্ষা ও এই সময়ের শিক্ষকরা' শিরোনামে সাভারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির স্থায়ী ক্যাম্পাসে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি হাফিজুল ইসলাম মিয়া। সেমিনারে মূলপ্রবন্ধ পাঠ করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর রফিকুজ্জামান রুমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. এম কোরবান আলী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এটিএম ফজলুল হক। বিভাগের প্রভাষক মামুন উদ্দীনে সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মাঝে বক্তৃতা করেন আইন বিভাগের প্রধান জিয়াউর রহমান মুন্সী, ইংরেজি বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর নাজমুল শিকদার শিবলু, প্রভাষক আবদুলস্নাহ হিল গণী এবং সাংবাদিকতা বিভাগের অতিথি শিক্ষক হাসানুল বারী। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের প্রভাষক রেহানা সুলতানা, বুরহান উদ্দিন, ল্যাব ইনস্ট্রাক্টর আবু সুফিয়ান প্রমুখ।