জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
ভাবুক
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো ৪৮। শব্দের শেষে 'আ' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? ক) আধুনিকা খ) নায়ক গ) অধ্যাপক ঘ) শিক্ষক সঠিক উত্তর : ক) আধুনিকা ৪৯। 'শিব রাত্রির সলতে' বাগধারাটির অর্থ কোনটি? ক) মিথ্যা শোক খ) সামান্য অর্থ গ) একমাত্র সন্তান ঘ) অসম্ভব বস্তু সঠিক উত্তর : গ) একমাত্র সন্তান ৫০। কাঁচা লোক দিয়ে বাড়ি বানিয়ো না-এখানে 'কাঁচা' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) অপরিণত খ) অদক্ষ গ) অপূর্ণ ঘ) দুর্বল সঠিক উত্তর : খ) অদক্ষ ৫১। 'ভাবুক' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) ভৌ+উক খ) ভো+উক গ) ভাব+উক ঘ) ভু+উক সঠিক উত্তর : ক) ভৌ+উক ৫২। ব্যাকরণে বচন অর্থ কী? ক) পদের ধারণা খ) সংখ্যার ধারণা গ) বাক্যের ধারণা ঘ) সমাসের ধারণা সঠিক উত্তর : খ) সংখ্যার ধারণা ৫৩। ব্যঞ্জনবর্ণের 'ফলা' চিহ্ন কয়টি? ক) চারটি খ) তিনটি গ) ছয়টি ঘ) পাঁচটি সঠিক উত্তর : গ) ছয়টি ৫৪। অধীন খন্ডবাক্য কয় প্রকার? ক) চার প্রকার খ) পাঁচ প্রকার গ) দুই প্রকার ঘ) তিন প্রকার সঠিক উত্তর : ঘ) তিন প্রকার ৫৫। কোনটিকে শব্দের প্রাণ বলা হয়? ক) বর্ণকে খ) ধ্বনিকে গ) অর্থকে ঘ) ভাষাকে সঠিক উত্তর : গ) অর্থকে ৫৬। অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি? ক) গণ খ) বৃন্দ গ) বর্গ ঘ) দাম সঠিক উত্তর : ঘ) দাম ৫৭। বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে কোনটি বসে? ক) সর্বনাম খ) বিশেষণ গ) ক্রিয়া ঘ) অব্যয় সঠিক উত্তর : ক) সর্বনাম ৫৮। 'গোছ গোছ' শব্দটি কোন ধরনের শব্দ? ক) শব্দ দ্বৈত খ) অনুকার শব্দ গ) ধনাত্মক শব্দ ঘ) সাধিত শব্দ সঠিক উত্তর : খ) অনুকার শব্দ ৫৯। নিচের কোন বানানটি সঠিক? ক) ফারসী খ) চাকরী গ) নারী ঘ) মিতালী সঠিক উত্তর : গ) নারী ৬০। ভাষার সর্বজনগ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কী বলে? ক) সাধু রীতি খ) চলিত রীতি গ) আঞ্চলিক রীতি ঘ) প্রমিত রীতি সঠিক উত্তর : খ) চলিত রীতি ৬১। নাটকের সংলাপের আগে কোন চিহ্ন বসে? ক) কমা খ) সেমিকোলন গ) হাইফেন ঘ) কোলন সঠিক উত্তর : ঘ) কোলন ৬২। স্বরবর্ণের 'কার' চিহ্ন কয়টি? ক) ৮টি খ) ৯টি গ) ১০টি ঘ) ১১টি সঠিক উত্তর : গ) ১০টি ৬৩। স্বেচ্ছা-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) স্ব+ইচ্ছা খ) সু+ইচ্ছা গ) স+ইচ্ছা ঘ) শ্ব+ইচ্ছা সঠিক উত্তর : ক) স্ব+ইচ্ছা ৬৪। সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ কোনটি? ক) পাখি খ) জনতা গ) মানুষ ঘ) অগ্নিবীণা সঠিক উত্তর : খ) জনতা ৬৫। 'চল্‌' কোন ধাতুর উদাহরণ? ক) মৌলিক ধাতু খ) সাধিত ধাতু গ) যৌগিক ধাতু ঘ) সংযোগমূলক ধাতু সঠিক উত্তর : ক) মৌলিক ধাতু