নবম-দশম শ্রেণির পড়াশোনা (পদার্থবিজ্ঞান)

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
তুলাযন্ত্র
অধ্যায় - ১ ১৪১। পরিমাপের বেলায় সাধারণত কয় ধরনের ত্রম্নটি থাকতে পারে? উত্তর : ৩ ধরনের ১৪২। দৈব ত্রম্নটি কাকে বলে? উত্তর : কোনো একটি ধ্রম্নব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রম্নটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাকে দৈব ত্রম্নটি বলে। ১৪৩। যান্ত্রিক ত্রম্নটি কাকে বলে? উত্তর : পদার্থবিজ্ঞানে কোনো কিছু পরীক্ষণের সময় মাপ-জোখের জন্য আমাদের যে যন্ত্রের প্রয়োজন সেই যন্ত্রে যদি কোনো ত্রম্নটি থাকে তাকে যান্ত্রিক ত্রম্নটি বলে। ১৪৪। ব্যক্তিগত ত্রম্নটি কাকে বলে? উত্তর : পদার্থবিজ্ঞানে পরীক্ষণের সময় পর্যবেক্ষকের নিজের কারণে পাঠে যে ত্রম্নটি আসে তাকে ব্যক্তিগত ত্রম্নটি বলে। ১৪৫। মূল স্কেলের কোনো দাগ ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে যায় তাকে কী বলে। উত্তর : ভার্নিয়ার সমপাতন ১৪৬। সিলিন্ডারের ব্যাস মাপা যেতে পারে কোন যন্ত্রের সাহায্যে? উত্তর : স্স্নাইড ক্যালিপার্স ১৪৭। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য ১ মি.মি. এবং ভার্নিয়ারের ভাগের সংখ্যা ১০ হলে ভার্নিয়ার ধ্রম্নবক কত? উত্তর : ০.১ মি.মি. ১৪৮। রৈখিক স্কেল পাঠ ৬ সস এবং বৃত্তাকার স্কেলের পাঠের মান ০.১২ সস হলে তারের ব্যাস কত? উত্তর : ৬.১২ সস ১৪৯। একটি স্স্নাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ১৯ ভাগ ভার্নিয়ার স্কেলের ২০ ভাগের সমান। প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য ১ মি.মি. হলে ভার্নিয়ার ধ্রম্নবক কত? উত্তর: ০.০৫ সস ১৫০। মূল স্কেলের পাঠ ১২ সস, ভার্নিয়ার ধ্রম্নবক ০.১ ও ভার্নিয়ার পাঠ ৩ হলে মোট পাঠ কত? উত্তর: ১২.৩ সস ১৫১। তুলাযন্ত্রের অপর নাম কী? উত্তর: ব্যালান্স অধ্যায়-২ ১। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? উত্তর : যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে।