বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (সাধারণজ্ঞান)

প্রিয় শিক্ষার্থী, চলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
৭১. 'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? ক. নূরজাহান বেগম খ. বেগম রোকেয়া গ. সুফিয়া কামাল ঘ. জাহানারা ইমাম সঠিক উত্তর : গ. সুফিয়া কামাল ৭২. আইএসবিএন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ক. বই খ. সাময়িকী গ. সফ্‌টওয়্যার ঘ. হার্ডওয়্যার সঠিক উত্তর : ক. বই ৭৩. নির্মিতব্য পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে? ক. ৬.১৫ বর্গ কিমি খ. ৭.১৫ কিমি গ. ৫.১৫ কিমি ঘ. একটিও নয় সঠিক উত্তর : ঘ. একটিও নয় ৭৪. সম্প্রতি আলোচিত মোস্যাক ফনসেকা পানামা পেপারস ফাঁস করে কবে? ক. ৩ এপ্রিল ২০১৬ খ. ৬ মে ২০১৬ গ. ৫ এপ্রিল ২০১৬ ঘ. ৭ মে ২০১৬ সঠিক উত্তর : ক. ৩ এপ্রিল ২০১৬ ৭৫. পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কার্যাদেশ পায় যে দেশের কোম্পানি - ক. রাশিয়া খ. কানাডা গ. জাপান ঘ. চীন সঠিক উত্তর : ঘ. চীন ৭৬. সরকার কোথায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? ক. শাহজাদপুর, সিরাজগঞ্জ খ. শেরপুর, বগুড়া গ. কুমারখালি, কুষ্টিয়া ঘ. ভালুকা, ময়মনসিংহ সঠিক উত্তর : ক. শাহজাদপুর, সিরাজগঞ্জ ৭৭. 'মুক্তি ও গণতন্ত্র তোরণ' কোথায় নির্মিত হয়? ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ. জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর : ক. ঢাকা বিশ্ববিদ্যালয় ৭৮. ৫-জি ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে কোন্‌ দেশ? ক. জাপান খ. চীন গ. যুক্তরাষ্ট্র ঘ. দক্ষিণ কোরিয়া সঠিক উত্তর : ঘ. দক্ষিণ কোরিয়া ৭৯. প্রস্তাবিত রামপাল বিদু্যকেন্দ্র কোন জেলায়? ক. বাগেরহাটে খ. খুলনায় গ. সাতক্ষীরায় ঘ. পটুয়াখালিতে সঠিক উত্তর : ক. বাগেরহাটে ৮০. বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ অনুষ্ঠিত হয়েছে- ক. অস্ট্রেলিয়া খ. ইংল্যান্ড গ. দক্ষিণ আফ্রিকা ঘ. নিউজিল্যান্ড সঠিক উত্তর : খ. ইংল্যান্ড ৮১. ২০২২ সালে ফিফা বিশ্বকাপের আয়োজন দেশ কোনটি? ক. কাতার খ. জাপান গ. দক্ষিণ কোরিয়া ঘ. আরব আমিরাত সঠিক উত্তর : ক. কাতার ৮২. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধন করা হয়েছে - ক. তেরো বার খ. চৌদ্দ বার গ. পনেরো বার ঘ. ষোলো বার সঠিক উত্তর : ঘ. ষোলো বার ৮৩. 'মনপুরা ৭০' কী? ক. একটি কবিতা খ. একটি গান গ. একটি চলচ্চিত্র ঘ. একটি চিত্রকর্ম সঠিক উত্তর : ঘ. একটি চিত্রকর্ম ৮৪. 'আসাদের শার্ট' কবিতাটির রচয়িতা কে? ক. সিকান্দার আবু জাফর খ. আবু জাফর ওবায়দুলস্নাহ গ. নির্মলেন্দু গুণ ঘ. শামসুর রাহমান সঠিক উত্তর : ঘ. শামসুর রাহমান ৮৫. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ঢাকা অন্তর্ভুক্ত ছিল - ক. সেক্টর ১ খ. সেক্টর ২ গ. সেক্টর ৩ ঘ. সেক্টর ৪ সঠিক উত্তর : খ. সেক্টর ২ ৮৬. বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন - ক. হাজি ইলিয়াস শাহ খ. ফখরুদ্দিন মোবারক শাহ গ. হুসাইন শাহ ঘ. মোহাম্মদ ঘোরি সঠিক উত্তর : খ. ফখরুদ্দিন মোবারক শাহ ৮৭. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কী? ক. বিজয়' ৭১ খ. বিজয় কেতন গ. উলস্নাস ঘ. ঐতিহ্য সঠিক উত্তর : খ. বিজয় কেতন