প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (প্রাথমিক বিজ্ঞান)

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
ইন্টারনেটের ব্যবহার-
আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো অধ্যায়-১০ ৫. কোনটি আমাদের নিরাপদ থাকতে ও ভালোভাবে বাঁচতে সাহায্য করে? উত্তর: তথ্য বিনিময় ৬. অন্যের সাথে কথা বলে ও চিঠি লিখে আমরা কি করতে পারি? উত্তর: তথ্য বিনিময় ৭. কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন এগুলো কী? উত্তর: আইসিটি ৮. বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনটি? উত্তর: ইন্টারনেট ৯. মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে কোনটি? উত্তর: আইসিটি ১০. আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য কী করা যায়? উত্তর: সংরক্ষণ ১১. কোনটি ব্যবহার করে আমরা সহজেই তথ্য সংগ্রহ করতে পারি? উত্তর: ইন্টারনেট ১২. ইন্টারনেট পৃথিবীর বিভিন্ন প্রান্তের কোনটির সংযুক্তকারী? উত্তর: কম্পিউটার ১৩. ইন্টারনেট পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল কী? উত্তর : নেটওয়ার্ক ১৪. নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য কোনটির মাধ্যমে প্রকাশ করতে পারি? উত্তর: কম্পিউটার ১৫. কোনটি বাংলা ঝধৎপয ইঞ্জিন? উত্তর: পিপীলিকা ১৬. ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি কীভাবে সংরক্ষণ করতে পারি? উত্তর: ছবি তুলে ১৭. কোনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তি? উত্তর: পেন ড্রাইভ ১৮. কোনটি ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি? উত্তর: মোবাইল ১৯. কোনটির মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি? উত্তর: ক্যামেরার মাধ্যমে ২০. ফেসবুক বা টুইটার কোন ধরনের যোগাযোগ মাধ্যম? উত্তর: সামাজিক ২১. তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে কী অর্জন করতে হবে? উত্তর: দক্ষতা ২২. কম্পিউটারের ইনপুট ডিভাইস? উত্তর: কিবোর্ড ২৩. কম্পিউটারের আউটপুট ডিভাইস? উত্তর: মনিটর ২৪. তথ্য সংগ্রহকরণ ও তথ্যের প্রক্রিয়াকরণকে কী বলে? উত্তর: তথ্যপ্রযুক্তি ২৫. তথ্য প্রতিনিয়তই কীরূপ হচ্ছে? উত্তর: বাড়ছে ২৬.তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায় কোনটি ব্যবহার করে? উত্তর: আইসিটি ২৭. উপাত্ত যখন বিশেষ প্রয়োজনে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে? উত্তর: তথ্য ২৮.ঈ.চ.ট কে কম্পিউটারের কী বলা হয়? উত্তর: ব্রেইন ২৯. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে কী বলে? উত্তর: প.ঢ়.ঁ ৩০. কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান-প্রদান করার প্রক্রিয়ার নাম কী? উত্তর: নেটওয়ার্ক \হঅধ্যায় -১১ ১. বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায়? উত্তর: বন্যা ২. কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমন্ডলের সাময়িক অবস্থাকে কী বলে? উত্তর: আবহাওয়া ৩. কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাকে কী বলে? সঠিক উত্তর: জলবায়ু ৪. কোনো স্থানের বহু বছরের আবহাওয়াকে কী বলে? সঠিক উত্তর: জলবায়ু ৫. আবহাওয়া সবসময় কীরূপ? সঠিক উত্তর: পরিবর্তনশীল ৬. আবহাওয়া ও জলবায়ুর মধ্য সম্পর্ক কী? সঠিক উত্তর: ঘনিষ্ঠ ৭. বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় কোন মাসে? সঠিক উত্তর: জুন ৮. বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শেষ হয় কোন মাসে? সঠিক উত্তর: আগস্ট ৯. বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের ওপর যে চাপ প্রয়োগ করে তাকে কী বলে? সঠিক উত্তর: বায়ুচাপ ১০. বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে কী হয়? সঠিক উত্তর: প্রবাহিত হয় ১১. পানি অপেক্ষা দ্রম্নত ঠান্ডা বা গরম হয় কোনটি? সঠিক উত্তর: বালি