জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
'বাজি' শব্দের প্রতিশব্দ কোনটি?
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো ৬৬। নিচের কোন বাক্যে নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ রয়েছে? ক) সে বাড়ি এসেছে খ) আমি নিয়মিত স্কুলে যেতাম গ) তিনি গতকাল এসেছেন ঘ) আমি ঢাকা গিয়েছিলাম সঠিক উত্তর : খ) আমি নিয়মিত স্কুলে যেতাম ৬৭। কোনটি জীবজন্তুর ধ্বনির অনুকৃতি? ক) গরগর খ) মড়মড় গ) ঝমঝম ঘ) চোঁ চোঁ সঠিক উত্তর : ক) গরগর ৬৮। বাক্যের অর্থ সংগতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম কী? ক) আকাঙ্ক্ষা খ) আসত্তি গ) যোগ্যতা ঘ) শৃঙ্খলা সঠিক উত্তর : খ) আসত্তি ৬৯। পৃথিবীতে কত লোকের মাতৃভাষা বাংলা? ক) প্রায় ২০ কোটি খ) প্রায় ২৫ কোটি গ) প্রায় ৩০ কোটি ঘ) প্রায় ৩৫ কোটি সঠিক উত্তর : গ) প্রায় ৩০ কোটি ৭০। নিচের কোন বানানটি শুদ্ধ? ক) শ্রেণি খ) অটবী গ) অভিনেত্রি ঘ) কিশোরি সঠিক উত্তর : ক) শ্রেণি ৭১। অভিধানের অপর নাম কী? ক) জ্ঞানকোষ খ) বিশ্বকোষ গ) অর্থকোষ ঘ) শব্দকোষ সঠিক উত্তর : ঘ) শব্দকোষ ৭২। আমার কাঁচা ঘুমটি ভাঙালে কেন? এখানে 'কাঁচা' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) অপক্ব খ) অপরিণত গ) অপূর্ণ ঘ) দুর্বল সঠিক উত্তর : গ) অপূর্ণ ৭৩। 'বাজি' শব্দের প্রতিশব্দ কোনটি? ক) নভ খ) গিরি গ) গগন ঘ) অশ্ব সঠিক উত্তর : ঘ) অশ্ব ৭৪। 'ঝাঁকের কৈ' বাগধারাটির অর্থ কী? ক) ভন্ড খ) দলভুক্ত গ) শক্তপ্রাণ ঘ) দলপতি সঠিক উত্তর : খ) দলভুক্ত ৭৫। 'নিরীহ' শব্দের বিপরীত শব্দ কোনটি? ক) দুর্দান্ত খ) শান্ত গ) পটু ঘ) অভদ্র সঠিক উত্তর : ক) দুর্দান্ত ৭৬। নিচের কোনটি চলিত রীতির বৈশিষ্ট্য? ক) গুরুগম্ভীর খ) অপরিবর্তনীয় গ) তৎসম শব্দবহুল ঘ) পরিবর্তনশীল সঠিক উত্তর : ঘ) পরিবর্তনশীল ৭৭। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? ক) শিক্ষক খ) কবি গ) বিপত্নীক ঘ) ডাক্তার সঠিক উত্তর : গ) বিপত্নীক ৭৮। উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? ক) পদ্ধতি খ) ভাবুক গ) বিজ্ঞান ঘ) যথারীতি সঠিক উত্তর : গ) বিজ্ঞান ৭৯। কোন কোন পদের বচনভেদ হয়? ক) সর্বনাম ও অব্যয় খ) সর্বনাম ও ক্রিয়া গ) বিশেষ্য ও বিশেষণ ঘ) বিশেষ্য ও সর্বনাম সঠিক উত্তর : ঘ) বিশেষ্য ও সর্বনাম ৮০। 'প্রসূন'-এর সমার্থক শব্দ কোনটি? ক) সুন্দর খ) ফুল গ) নিশি ঘ) অরণ্য সঠিক উত্তর : খ) ফুল