জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
'পর্বত' শব্দের সমার্থক শব্দ-
৮১। কোন স্বরবর্ণটির কোনো সংক্ষিপ্ত রূপ নেই? ক) ই খ) ঈ গ) অ ঘ) আ সঠিক উত্তর : গ) অ ৮২। চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি? ক) পদবিন্যাস সুনির্দিষ্ট খ) ব্যাকরণের অনুসারী গ) ভাষারীতি অপরিবর্তনীয় ঘ) ভাষারীতি সরল ও সাবলীল সঠিক উত্তর : ঘ) ভাষারীতি সরল ও সাবলীল ৮৩। 'পরীক্ষা'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) পরী+ইক্ষা খ) পরি+ঈক্ষা গ) পরি+ইক্ষা ঘ) পরী+ঈক্ষা সঠিক উত্তর : খ) পরি+ঈক্ষা ৮৪। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? ক) কৃতদার খ) মানুষ গ) বাঙালি ঘ) সন্তান সঠিক উত্তর : ক) কৃতদার ৮৫। কোন কোন পদের বচনভেদ হয়? ক) বিশেষ্য ও সর্বনাম খ) সর্বনাম ও ক্রিয়া গ) বিশেষ্য ও বিশেষণ ঘ) সর্বনাম ও অব্যয় সঠিক উত্তর : ক) বিশেষ্য ও সর্বনাম ৮৬। বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয়যোগে গঠিত হয় কোন ধাতু? ক) সাধিত ধাতু খ) প্রযোজক ধাতু গ) নাম ধাতু ঘ) কর্মবাচ্যের ধাতু সঠিক উত্তর : গ) নাম ধাতু ৮৭। নিত্যবৃত্ত বর্তমানকালের উদাহরণ কোনটি? ক) মা খেতে ডেকেছেন খ) আমি ইংরেজি পড়া শেষ করেছি গ) ছেলেরা ফুটবল খেলছে ঘ) আমি রোজ বিদ্যালয়ে পড়াতে যাই সঠিক উত্তর : ঘ) আমি রোজ বিদ্যালয়ে পড়াতে যাই ৮৮। দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ সঠিক উত্তর : খ) তিন ৮৯। প্রত্যয়যোগে সাধিত শব্দ কোনটি? ক) সাহিত্যিক খ) সুদিন গ) বিজ্ঞান ঘ) বিদ্যালয় সঠিক উত্তর : ক) সাহিত্যিক ৯০। মিশ্র বা জটিল বাক্যের উদাহরণ কোনটি? ক) যখন বিপদ আসে, তখন দুঃখও আসে খ) তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না গ) ছেলেটি গরিব কিন্তু মেধাবী ঘ) এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না সঠিক উত্তর : ক) যখন বিপদ আসে, তখন দুঃখও আসে ৯১। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? ক) কমা খ) সেমিকোলন গ) ড্যাস ঘ) হাইফেন সঠিক উত্তর : ঘ) হাইফেন ৯২। নিচের কোন বানানটি সঠিক? ক) বিদূষী খ) বিদুষী গ) স্বরস্বতী ঘ) জননি সঠিক উত্তর : খ) বিদুষী ৯৩। অভিধানের অপর নাম কী? ক) জ্ঞানকোষ খ) অর্থকোষ গ) শব্দকোষ ঘ) বিশ্বকোষ সঠিক উত্তর : গ) শব্দকোষ ৯৪। 'ছেলেটি অঙ্কে কাঁচা' এখানে 'কাঁচা' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) অপক্ব খ) অপরিণত গ) অদক্ষ ঘ) দুর্বল সঠিক উত্তর : ঘ) দুর্বল ৯৫। 'পর্বত' শব্দের সমার্থক শব্দ কোনটি? ক) পাহাড় খ) ভূধর গ) দু্যলোক ঘ) বীম সঠিক উত্তর : খ) ভূধর