সাধারণজ্ঞান

প্রিয় শিক্ষার্থী, চলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
১৯. ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিকের নাম কী? ক. কালি ও কলম খ. বেগম গ. কলেস্নাল ঘ. শিখা সঠিক উত্তর : খ. বেগম ২০. পরী বিবির মাজার কোথায় অবস্থিত? ক. সোনারগাঁয়ে খ. লালবাগ কেলস্নায় গ. লালকেলস্নায় ঘ. মহাস্থানগড়ে সঠিক উত্তর : খ. লালবাগ কেলস্নায় ২১. বিহারীলাল চক্রবর্তীকে বলা হয়- ক. কাব্য সুধাকর খ. শান্তিপুরের কবি গ. ভোরের পাখি ঘ. ছন্দের জাদুকর সঠিক উত্তর : গ. ভোরের পাখি ২২. বাংলা ভাষাকে পাকিস্তান জাতীয় পরিষদ রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে? ক. ১৬ ফেব্রম্নয়ারি ১৯৫৬ খ. ৯ মে ১৯৫৪ গ. ২১ ফেব্রম্নয়ারি ১৯৫৬ ঘ. ৩১ জানুয়ারি ১৯৫২ সঠিক উত্তর : ক. ১৬ ফেব্রম্নয়ারি ১৯৫৬ ২৩. মোহাম্মদ আলী কোন রোগে কাতর ছিলেন? ক. নিউমোনিয়া খ. হোমসিক গ. ফুসফুস ক্যান্সার ঘ. পার্কিনসন্স সঠিক উত্তর : ঘ. পার্কিনসন্স ২৪. 'পান্ডুলিপি-৭১' হলো একটি- ক. চলচ্চিত্র খ. কাব্যগ্রন্থ গ. পেইন্টিং ঘ. উপন্যাস সঠিক উত্তর : ঘ. উপন্যাস ২৫. বাংলাদেশ সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত? ক. যশোর খ. বগুড়া গ. কুমিলস্না ঘ. ঢাকা সঠিক উত্তর : ঘ. ঢাকা ২৬. ইউনেস্কো ২১ ফেব্রম্নয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ঘোষণা করে- ক. ২১ ফেব্রম্নয়ারি ১৯৯৯ খ. ১৭ নভেম্বর ১৯৯৭ গ. ১৭ অক্টোবর ২০০০ ঘ. ১৭ নভেম্বর ১৯৯৯ সঠিক উত্তর : ঘ. ১৭ নভেম্বর ১৯৯৯ ২৭. সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ক. ধর্মপাল খ. রামপাল গ. গোপাল ঘ. অতীশ দীপঙ্কর সঠিক উত্তর : ক. ধর্মপাল ২৮. আন্তর্জাতিক ভাষাবর্ষ- ক. ১৯৫২ সাল খ. ১৯৯৯ সাল গ. ২০০৮ সাল ঘ. ২০০০ সাল সঠিক উত্তর : গ. ২০০৮ সাল ২৯. কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? ক. কুমিলস্না খ. ঢাকা গ. টাঙ্গাইল ঘ. নওগাঁ সঠিক উত্তর : ঘ. নওগাঁ ৩০। পঞ্চাশের মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? ক) ১৯৪৩ সালে খ) ১৮৫০ সালে গ) ১৯২১ সালে ঘ) ১৯৫০ সালে উত্তর : ক) ১৯৪৩ সালে ৩১। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তার বয়স কমপক্ষে কত বছর হতে হবে? ক) ২৫ খ) ৩০ গ) ৩৫ ঘ) ৪০ উত্তর : গ) ৩৫ ৩২। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? ক) তাজউদ্দীন আহমদ খ) মোশতাক আহমদ গ) সৈয়দ নজরুল ইসলাম ঘ) মনসুর আলী উত্তর : গ) সৈয়দ নজরুল ইসলাম