বেরোবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহীয়সী বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। পরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির অনুষ্ঠানমালা উদ্বোধন করা হয়। ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউলস্নাহ শুভেচ্ছা বাণী পড়ার মাধ্যমে পৃথক দুই দিনের কর্মসূচি উদ্বোধন করেন। এরপর দিবসটি উপলক্ষে কেক কাটাসহ প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষ রোপণ করা হয়। আয়োজন করা হয় ক্যাম্পাস রেডিওতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউলস্নাহ এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন। দিবসটি উপলক্ষে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউলস্নাহ বলেন, 'সবাই মিলে বিশ্ববিদ্যালয়টিকে অঞ্চল ও দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।'