জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
সুমন বই পড়ছিল
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো ৯৬। 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ কোনটি? ক) সর্বস্বান্ত খ) ভাগ্যহীন গ) মন্দভাগ্য ঘ) হতভাগ্য সঠিক উত্তর : গ) মন্দভাগ্য ৯৭। সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি? ক) দর্শন খ) সমিতি গ) পর্বত ঘ) মানুষ সঠিক উত্তর : খ) সমিতি ৯৮। 'নিরীহ' শব্দের বিপরীত শব্দ কোনটি? ক) অভদ্র খ) শান্ত গ) দুর্দান্ত ঘ) বাচাল সঠিক উত্তর : গ) দুর্দান্ত ৯৯। কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ রয়েছে? ক) সাপুড়ে সাপ খেলায় খ) শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন গ) শোভন বই পড়ে ঘ) সে পাস করে গেল সঠিক উত্তর : ঘ) সে পাস করে গেল ১০০। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম? ক) চতুর্থ খ) পঞ্চম গ) ষষ্ঠ ঘ) সপ্তম সঠিক উত্তর : ক) চতুর্থ ১০১। আঞ্চলিক ভাষার অপর নাম কী? ক) প্রমিত ভাষা খ) উপভাষা গ) চলিত ভাষা ঘ) সাধু ভাষা সঠিক উত্তর : খ) উপভাষা ১০২। বাংলা ভাষার ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই সঠিক উত্তর : ঘ) দুই ১০৩। 'স্বাগত'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) স্ব+আগত খ) সুব+আগত গ) সু+আগত ঘ) স্ব+আগত সঠিক উত্তর : গ) সু+আগত ১০৪। 'বিদ্বান'-এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি? ক) বিদ্বানী খ) বিদুষিনী গ) বিদুষী ঘ) বিদূষী সঠিক উত্তর : গ) বিদুষী ১০৫। আমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়েছি-'গুচ্ছ' শব্দাংশটি কোন প্রকারের বহুবচন? ক) সমষ্টিবাচক খ) শ্রেণিবাচক গ) প্রাণিবাচক ঘ) গুণবাচক সঠিক উত্তর : ক) সমষ্টিবাচক ১০৬। কোনটি ঘটমান অতীতকালের উদাহরণ? ক) জার্মানরা এখনো ফুটবল খেলছে খ) সুমন বই পড়ছিল গ) আজাদ রোজ স্কুলে যেত ঘ) রিমন ঢাকা গিয়েছিল সঠিক উত্তর : খ) সুমন বই পড়ছিল ১০৭। সুন্দরীগাছ সুন্দরবনে পাওয়া যায়- এখানে 'সুন্দরীগাছ' কোন পদ? ক) সংজ্ঞাবাচক বিশেষ্য খ) শ্রেণিবাচক বিশেষ্য গ) ভাববাচক বিশেষ্য ঘ) বিশেষণ পদ সঠিক উত্তর : ক) সংজ্ঞাবাচক বিশেষ্য