নবম-দশম শ্রেণির পড়াশোনা পদার্থবিজ্ঞান

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
পর্যাবৃত্ত গতি
প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো। অধ্যায়-২ ১২। রৈখিক গতিশীল বস্তু কোন পথে চলে? উত্তর : সরলপথে ১৩। একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে তা কোন ধরনের গতি? উত্তর : চলন গতি ১৪। পরম গতি কাকে বলে? উত্তর : পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। ১৫। রৈখিক গতি কাকে বলে? উত্তর : কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার ওপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে। ১৬। কোন ধরনের গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? উত্তর : পর্যাবৃত্ত গতি ১৭। দ্রম্নতি কাকে বলে? উত্তর : বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রম্নতি বলে। \হ ১৮। স্কেলার রাশি কাকে বলে? উত্তর : যে সব ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, তাদেরকে স্কেলার রাশি বলে। ১৯। ভেক্টর রাশি কাকে বলে? উত্তর : যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। ২০। সরণ কাকে বলে? উত্তর : নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। ২১। সরণের একক কী? উত্তর : মিটার (স) ২২। দ্রম্নতির একক কী? উত্তর : সংথ১ ২৩। গড় দ্রম্নতি কাকে বলে? উত্তর : বস্তু যদি অসম দ্রম্নতিতে চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে প্রাপ্ত অতিক্রান্ত দূরত্বকে গড় দ্রম্নতি বলে। ২৪। ভরবেগ কোন ধরনের রাশি? উত্তর : ভেক্টর রাশি