বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি - সাধারণজ্ঞান

প্রিয় শিক্ষার্থী, চলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
৩৩। রূপপুর পারমাণবিক বিদু্যৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ক) ময়মনসিংহে খ) নেত্রকোনা গ) সাভার ঘ) পাবনা উত্তর : ঘ) পাবনা ৩৪। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন কোন সালে? ক) ১৯৭২ খ) ১৯৭৩ গ) ১৯৭৪ ঘ) ১৯৭৫ উত্তর : গ) ১৯৭৪ ৩৫। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? ক) নবাব সিরাজউদ্দৌলা খ) শায়েস্তা খান গ) ঈশা খান ঘ) সুবেদার ইসলাম উত্তর : খ) শায়েস্তা খান ৩৬। 'ইরাটম' কী? ক) উন্নত জাতের পাট খ) উন্নত জাতের ইক্ষু গ) উন্নত জাতের ধান ঘ) উন্নত জাতের চা উত্তর : গ) উন্নত জাতের ধান ৩৭। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা (্‌আয়তন) কোনটি? ক) নওয়াবগঞ্জ খ) নরসিংদী গ) মেহেরপুর ঘ) সাতক্ষীরা উত্তর : গ) মেহেরপুর ৩৮। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? ক) রাঙামাটি খ) গাজীপুর গ) সিলেট ঘ) নারায়ণগঞ্জ উত্তর : খ) গাজীপুর ৩৯। কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? ক) ঠাকুরগাঁও খ) রংপুর গ) নওয়াবগঞ্জ ঘ) বাগেরহাট উত্তর : ঘ) বাগেরহাট ৪০। চরফ্যাশন কোন জেলায়? ক) ভোলা খ) বরিশাল গ) বাগেরহাট ঘ) লক্ষ্ণীপুর উত্তর : ক) ভোলা ৪১। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? ক) কীর্তনখোলা খ) মেঘনা গ) আড়িয়াল খাঁ ঘ) কোনটিই নয় উত্তর : ক) কীর্তনখোলা ৪২। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী? ক) ইঞঞই খ) ইঞঈঈ গ) ইঞঈখ ঘ) ইঞজঈ উত্তর : গ) ইঞঈখ ৪৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? ক) ৭ খ) ১০ গ) ১১ ঘ) ১২ উত্তর : গ) ১১ ৪৪। প্রাচীন 'পুন্ড্রনগর' কোথায় অবস্থিত? ক) ময়নামতি খ) বিক্রমপুর গ) মহাস্থানগড় ঘ) পাহাড়পুর উত্তর : গ) মহাস্থানগড় ৪৫। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী? ক) গণভবন খ) রাষ্ট্রপতি ভবন গ) বঙ্গভবন ঘ) ইডেন ভবন উত্তর : গ) বঙ্গভবন ৪৬। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? ক) সোনালী ব্যাংক খ) বাংলাদেশ ব্যাংক গ) গ্রামীণ ব্যাংক ঘ) সেন্ট্রাল ব্যাংক উত্তর : খ) বাংলাদেশ ব্যাংক