প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (গণিত)

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
আজ তোমাদের জন্য গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো পঞ্চাম অধ্যায় ৩। গুণনীয়কের অপর নাম কী? উত্তর : উৎপাদক ৪। একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টিকে কী বলা হয়? উত্তর : গ.সা.গু. ৫। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? উত্তর : ২ ৬। কোন সংখ্যা যেকোন সংখ্যারই গুণনীয়ক? উত্তর : ১ ৭। ২৪ এর উৎপাদক কয়টি? উত্তর : ৮টি ৮। একাধিক সংখ্যার কোনো মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত? উত্তর : ১ ৯। ৩ ও ৫ এর গ.সা.গু. কত? উত্তর : ১ ১০। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে কী বলে? উত্তর : ল.সা.গু. ১১। ৭ এর প্রথম চারটি গুণিতক লিখ। উত্তর : ৭, ১৪, ২১, ২৮ ১২। ১৮, ২৪ ও ৩৬ এর ল.সা.গু. কত? উত্তর : ৭২ ১৩। একাধিক সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলকে কী বলে? উত্তর : ল.সা.গু. ১৪। ২৪ ও ৩৬ এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত? উত্তর : ৭২ ১৫। একাধিক সংখ্যার কোন সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত হবে? উত্তর : ১ ১৬। মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কতটি? উত্তর : ২টি ষষ্ঠ অধ্যায় ১। যেসব ভগ্নাংশের হর একই তাদেরকে কী বলে? উত্তর : সমহরবিশিষ্ট ভগ্নাংশ ২। যেসব ভগ্নাংশের লব একই তাদেরকে কী বলে? উত্তর : সমলববিশিষ্ট ভগ্নাংশ ৩। দুই বা ততধিক ভগ্নাংশের মান সমান হলে, তাকে কী ধরনের ভগ্নাংশ বলে? উত্তর : সমতুল ভগ্নাংশ ৪। ছোট থেকে বড় ক্রমে ভগ্নাংশগুলো পরপর লিখে সাজানোকে কী বলে? উত্তর : ঊর্ধ্বক্রমে সাজোনো ৫। বড় থেকে ছোট ক্রমে ভগ্নাংশগুলো পরপর লিখে সাজানোকে কী বলে? উত্তর : অধঃক্রমে সাজানো