নবম-দশম শ্রেণির পড়াশোনা (পদার্থবিজ্ঞান)

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
শব্দের বেগ
প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো। অধ্যায়-২ ৪৩। গতির সমীকরণ কয়টি? উত্তর : ৪টি ৪৪। কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? উত্তর : মেরু অঞ্চলে ৪৫। পৃথিবী ও বলের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে? উত্তর : অভিকর্ষ ৪৬। পড়ন্ত বস্তু সম্পর্কিত কয়টি সূত্র রয়েছে? উত্তর : ৩টি ৪৭। মহাকর্ষ কাকে বলে? উত্তর : মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। ৪৮। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? উত্তর : অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। ৪৯। দূরত্ব-সময় লেখের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কী নির্দেশ করে? উত্তর : বেগ ৫০। নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? উত্তর : শূন্য ৫১। শব্দের বেগ কী ধরনের বেগ? উত্তর : সুষম বেগ ৫২। পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে সিলিন্ডারের পিস্টনের গতি কোন ধরনের গতির উদাহরণ? উত্তর : পর্যাবৃত্ত গতি ৫৩। কত অক্ষাংশ সমুদ্র সমতলে ম এর মানকে আদর্শ মান ধরা হয়? উত্তর : ৪৫ক্ক