জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিষয় পরিবর্তন ও কোটার তালিকা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে। ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই ভর্তি কার্যক্রম বিকাল ৪টা থেকে মোবাইল মেসেজ অপশনে গিয়ে (হঁ<ংঢ়ধপব>ধঃযহ<ংঢ়ধপব>ৎড়ষষ হড়. লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। রাত ৯টা থেকে ওয়েব সাইট (িি.ি ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ) অথবা (হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং)-এ ফল পাওয়া যাবে। এতে বলা হয়, কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী (২০১৮-২০১৯) শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে ২২ অক্টোবরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।