জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন: আয়তনে দক্ষিণ আমেরিকার ছোট দেশ কোনটি? উত্তর: ফকল্যান্ড। প্রশ্ন: জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার বড় দেশ কোনটি? উত্তর: ব্রাজিল (২০ কোটি, ৭৮ লাখ)। প্রশ্ন: জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ছোট দেশ কোনটি? উত্তর: গায়ানা। প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতমালা কোনটি? উত্তর: আন্দিজ পর্বতমালা। প্রশ্ন: দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? উত্তর: আমাজান (৬,২৭৫ কিলোমিটার)। প্রশ্ন: দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? উত্তর: আমাজান। প্রশ্ন: দক্ষিণ আমেরিকার কোন দেশকে চির বসন্তের দেশ বলে? উত্তর: ইকুয়েডরকে। প্রশ্ন: দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? উত্তর: এঞ্জেল (উচ্চতা ১০০০ মিটার)। প্রশ্ন: প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে কি বলে? উত্তর: ওশেনিয়া। প্রশ্ন: ওশেনিয়ার আয়তন কত? উত্তর: ৭৬,৮৭,১২০ বর্গ কিলোমিটার