নবম-দশম শ্রেণির পড়াশোনা (পদার্থবিজ্ঞান)

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-২ ৫৪। মূলবিন্দু কাকে বলে? উত্তর : যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে মূলবিন্দু বলে। ৫৫। পৃথিবীর গতি কোন ধরনের গতি? উত্তর : আপেক্ষিক গতি ৫৬। পরম স্থিতি কাকে বলে? উত্তর : পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু স্থির থাকাকে পরম স্থিতি বলে। ৫৭। পরম গতি কাকে বলে? উত্তর : পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর গতিকে পরম গতি বলে। ৫৮। রাশি কাকে বলে? উত্তর: ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ৫৯। দিকের বিবেচনায় রাশিকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে ৬০। ভেক্টর রাশির অপর নাম কী? উত্তর : দিক রাশি ৬১। স্কেলার রাশির অপর নমি কী? উত্তর : দিক রাশি ৬২। কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী নূ্যনতম দূরত্বকে কী বলে? উত্তর : সরণ ৬৩। একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার সরণ কত? উত্তর : শূন্য ৬৪। দ্রম্নতি নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর : স্পিডোমিটার ৬৫। সুষম দ্রম্নতি কাকে বলে? উত্তর : কোনো বস্তু যদি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তাকে সুষম দ্রম্নতি বলে। ৬৬। সমবেগে চলমান বস্তুর ত্বরণের মান কত? উত্তর : শূন্য ৬৭। কোন বিজ্ঞানী পড়ন্ত বস্তুর সূত্রাবলি আবিষ্কার করেন? উত্তর : গ্যালিলিও ৬৮। অভিকর্ষজ ত্বরণের একক কী? উত্তর : সংথ২ ৬৯। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ের বেগের সাথে সময়ের সম্পর্ক কীরূপ হবে? উত্তর : সমানুপাতিক ৭০। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগের সাথে সময়ের সম্পর্ক কীরূপ? উত্তর : সমানুপাতিক ৭১। তাৎক্ষণিক দ্রম্নতি কাকে বলে? উত্তর : যে কোনো মুহূর্তে অতি ক্ষুদ্র সময় ব্যবধানে সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে ওই মুহূর্তের দ্রম্নতি বা তাৎক্ষণিক দ্রম্নতি বলে।