ইবিতে বিশ্ব খাদ্য দিবস

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'বিশ্ব খাদ্য দিবস'-২০১৯ পালিত হয়েছে। 'নিরাপদ খাদ্য আমাদের অধিকার' এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবছর বিশ্বব্যাপী পালিত হচ্ছে 'বিশ্ব খাদ্য দিবস'। এ উপলক্ষে ভোক্তা অধিকারবিষয়ক সংগঠন কনজিউমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইবি শাখার আয়োজনে ইবি ক্যাম্পাসে বর্ণাঢ্যর্ যালি বের হয়। ১৬ অক্টোবরর্ যালিটি অনুষদ ভবন থেকে শুরু হয়। সংগঠন সূত্রে, এবারের খাদ্য দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেয় সিওয়াইইবি শাখা। এরই অংশ হিসেবে বুধবারে ক্যাম্পাসে বর্ণাঢ্যর্ যালি করে সংগঠনটি। 'নিরাপদ খাদ্য আমাদের অধিকার', 'নিরাপদ খাদ্য চাই', আমার পণ্য আমার অর্থ অধিকার আদায়ে হবো না ব্যর্থ', সংবলিত বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ের্ যালিতে অংশ নেয় শিক্ষার্থীরা। এসময়র্ যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা, সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. মেহের আলী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আনিচুর রহমান, প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, সিওয়াইবির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইমরান শুভ্র, ইবি শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময়র্ যালিতে সংগঠনের প্রায় অর্ধশত সদস্যরা অংশগ্রহণ করেন।