বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (সাধারণজ্ঞান)

প্রিয় শিক্ষার্থী, চলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
৪৭। বাংলাদেশে কয়টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) একটি উত্তর : গ) চারটি ৪৮। খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? ক) কৃষি খ) অর্থ গ) খাদ্য ও দুর্যোগ ঘ) স্থানীয় সরকার উত্তর : গ) খাদ্য ও দুর্যোগ ৪৯। কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? ক) ১৪ ফেব্রম্নয়ারি খ) ১ জানুয়ারি গ) ২১ ফেব্রম্নয়ারি ঘ) ১৬ ডিসেম্বর উত্তর : গ) ২১ ফেব্রম্নয়ারি ৫০। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায়? ক) কক্সবাজার খ) কুয়াকাটা গ) দীঘা ঘ) পাটয়া উত্তর : ক) কক্সবাজার ৫১। বাংলাদেশে প্রধান ধান চাষ কোনটি? ক) আউশ খ) আমন গ) বোরো ঘ) ইরি উত্তর : গ) বোরো ৫২। কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? ক) ফাল্গুন-চৈত্র খ) চৈত্র-বৈশাখ গ) বৈশাখ-জ্যৈষ্ঠ ঘ) বৈশাখ উত্তর : খ) চৈত্র-বৈশাখ ৫৩। বাংলাদেশে সামুদ্রিক বন্দর কয়টি? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ উত্তর : খ) ২ ৫৪। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ক) তুরাগ খ) শীতলক্ষ্যা গ) বালু ঘ) বুড়িগঙ্গা উত্তর : ঘ) বুড়িগঙ্গা ৫৫। ঢাকার প্রাচীন নাম কী? ক) জাহাঙ্গীরনগর খ) ইসলামপুর গ) সোনারগাঁ ঘ) ঢাকা উত্তর : ক) জাহাঙ্গীরনগর ৫৬। উপমহাদেশে সিপাহি বিদ্রোহ শুরু হয় কোন সালে? ক) ১৭৫০ খ) ১৭৫৭ গ) ১৮৫০ ঘ) ১৮৫৭ উত্তর : ঘ) ১৮৫৭ ৫৭। কোন সাঁতারু ইংলিশ চ্যানেল রেকর্ড সময়ে অতিক্রম করেন? ক) মার্ক স্পিজ খ) মাইকেল ফেলপস গ) ব্রজেন দাস ঘ) ক্যাপ্টেন হাফিজ উত্তর : গ) ব্রজেন দাস ৫৮। সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন? ক) ব্রাহ্মণবাড়িয়া খ) চট্টগ্রাম গ) মুর্শিদাবাদ ঘ) কলকাতা উত্তর : ক) ব্রাহ্মণবাড়িয়া ৫৯। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? ক) যমুনা খ) হার্ডিঞ্জ গ) ভৈরব ঘ) তিস্তা উত্তর : ক) যমুনা ৬০। বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? ক) রাজশাহী খ) বগুড়া গ) দিনাজপুর ঘ) ঢাকা উত্তর : ক) রাজশাহী ৬১। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে? ক) দিনাজপুর খ) বরিশাল গ) ময়মনসিংহ ঘ) নওগাঁ উত্তর : ঘ) নওগাঁ