জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
ক্লাউড কম্পিউটিং
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো অধ্যায়-২ ৩১। নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার- ক. তথ্য উপস্থাপন করা খ. তথ্য বিনিময় করা গ. তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা ঘ. তথ্য বিকাশ করা সঠিক উত্তর : ক. তথ্য উপস্থাপন করা ৩২। ইন্টারনেট কোন ধরনের টপোলজি? ক. হাইব্রিড টপোলজি খ. ট্রি টপোলজি গ. রিং টপোলজি ঘ. বাস টপোলজি সঠিক উত্তর: খ. ট্রি টপোলজি ৩৩। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে? ক. হাব খ. রিসোর্স গ. সার্ভার ঘ. অ্যাডাপ্টার সঠিক উত্তর: ক. হাব ৩৪। নেটওয়ার্ক ব্যবহারে তথ্যপ্রযুক্তিসংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেয়ার ক্ষেত্রে নতুন ধারণাটি কী? ক. ক্লাউড কম্পিউটিং খ. তথ্যপ্রযুক্তি গ. নেটওয়ার্ক ঘ. সার্ভার সঠিক উত্তর: খ. তথ্যপ্রযুক্তি ৩৫। ক্লাউড কম্পিউটিং হলো- র. একটি বিশেষ পরিষেবা রর. একটি ইন্টারনেটভিত্তিক কম্পিউটিং-ব্যবস্থা ররর. একটি ইন্টারনেটের নাম নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: খ. র ও রর ৩৬। তথ্য কাদের জন্য উন্মুক্ত? ক. বিশেষ কোনো প্রতিষ্ঠানের জন্য খ. সবার জন্য গ. নিজেদের জন্য ঘ. সরকারের জন্য সঠিক উত্তর: খ. সবার জন্য ৩৭। পৃথিবীর তথ্যভান্ডার কেমন? ক. সংরক্ষিত খ. অল্প গ. বিশাল ঘ. সীমিত সঠিক উত্তর: গ. বিশাল ৩৮। ডেটাবেইসে তথ্য সংরক্ষণ সহজ হয়েছে কিসের ব্যবহারের মাধ্যমে? ক. মডেম খ. কম্পিউটার গ. ইন্টারনেট ঘ. হাব সঠিক উত্তর: খ. কম্পিউটার ৩৯। ডেটাবেইস ব্যবহারে কী করা হয়? ক. তথ্য বিনিময় খ. তথ্য উপস্থাপন গ. তথ্য বিকাশ ঘ. তথ্য সংরক্ষণ সঠিক উত্তর: ঘ. তথ্য সংরক্ষণ ৪০। বিমানের টিকিট বর্তমানে কীভাবে সংরক্ষণ করা যায়? ক. ই-টিকিটের মাধ্যমে খ. ইন্টারনেটের মাধ্যমে গ. সফটওয়্যারের মাধ্যমে ঘ. বিমানবন্দরে গিয়ে সঠিক উত্তর: ক. ই-টিকিটের মাধ্যমে ৪১। চোখের রেটিনা স্ক্যান করে কোন কাজটি করা যাবে? ক. ই-মেইল করা যাবে খ. কথা বলা যাবে গ. ডেটাবেইস থেকে তথ্য বের করে আনা যাবে ঘ. ঘুরে বেড়ানো যাবে সঠিক উত্তর: গ. ডেটাবেইস থেকে তথ্য বের করে আনা যাবে ৪২। বর্তমান তথ্যপ্রযুক্তিতে কোনটির আবির্ভাব নতুন মাত্রা যোগ করেছে? ক. নেটওয়ার্ক খ. মডেম গ. রাউটার ঘ. টপোলজি সঠিক উত্তর: খ. মডেম ৪৩। তথ্যকে আবদ্ধ রাখা যায়- এ ধারণা পাল্টে গেছে কিসের প্রভাবে? ক. সমাজের প্রভাবে খ. নেটওয়ার্কের প্রভাবে গ. কম্পিউটারের প্রভাবে ঘ. ইন্টারনেটের প্রভাবে সঠিক উত্তর: খ. নেটওয়ার্কের প্রভাবে