গণ বিশ্ববিদ্যালয়ের রোবট প্রদর্শিত

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৬ শিক্ষার্থী কর্তৃক উদ্ভাবিত রোবট 'মিরা'র প্রদর্শনী ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান মো. করম নেওয়াজ এসময় উপস্থিত ছিলেন। গণ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভিন্ন সেমিস্টারের ৬ শিক্ষার্থী মোবাইল অ্যান্ড ইন্টেলিজেন্ট রোবট ফর অ্যাডভান্সড অ্যাসিস্টান্স (মিরা) নামের রোবটটি তৈরি শুরু করেন ২০১৯ সালের ২০ জুলাই। প্রায় আড়াই মাসের পরিশ্রম শেষে তারা মানবাকৃতির রোবটটি তৈরি করতে সক্ষম হন। বর্তমানের এটি মানুষের সঙ্গে কথা বলতে এবং বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দিতে পারে। ব্যবহারকারীর ই-মেইল পাঠানো, ফেসবুক নোটিফিকেশন দেখা, কারও পছন্দের গান বাজানো, নির্দিষ্ট কাজের কথা মনে করিয়ে দেয়া, দৈনিক ও আগাম আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেয়া, সময় ও তারিখ জানানোসহ বিভিন্ন ধরনের ভার্চুয়াল কাজ করতে পারে।