জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
স্যাটেলাইট সিগন্যাল
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো অধ্যায়-২ ৬০। স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে কয়টি সমস্যার মুখোমুখি হতে হয়? ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি সঠিক উত্তর: খ. দুটি ৬১। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে? ক. রাউটিং খ. কম্পিউটিং গ. ইন্টারকম ঘ. কল কনফারেন্সিং সঠিক উত্তর: ক. রাউটিং ৬২। একই সঙ্গে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করতে পারে কোনটি? ক. টেলিফোন খ. কম্পিউার গ. মডেম ঘ. ইন্টারনেট সঠিক উত্তর: গ. মডেম ৬৩। মডেম কী ধরনের সিগন্যাল নিয়ে কাজ করে? ক. অ্যানালগ খ. ডিজিটাল গ. অ্যানালগ ও ডিজিটাল ঘ. নেগেটিভ সঠিক উত্তর: গ. অ্যানালগ ও ডিজিটাল ৬৪। প্রথম কত সালে জিওস্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়? ক. ১৯৬৪ খ. ১৯৭৪ গ. ১৯৮৪ ঘ. ১৯৯৪ সঠিক উত্তর: ক. ১৯৬৪ ৬৫। ঝঊঅ-গঊ-ডঊ-৪ কী? ক. জাহাজের নাম খ. বাংলাদেশের সাবমেরিন কেবলের নাম গ. বাংলাদেশের জাহাজের নাম ঘ. যুদ্ধজাহাজের নাম সঠিক উত্তর: খ. বাংলাদেশের সাবমেরিন কেবলের নাম ৬৬। স্যাটেলাইট সিগন্যাল যেতে পারে - ক. শব্দের বেগে খ. তড়িৎ বেগে গ. বাতাসের বেগে ঘ. আলোর বেগে সঠিক উত্তর: ঘ. আলোর বেগে ৬৭। বর্তমানে তথ্য কোথায় সংরক্ষণ করা হয়? ক. ডেটাবেইসে খ. নেটওয়ার্কে গ. হাবে ঘ. মডেমে সঠিক উত্তর: ক. ডেটাবেইসে ৬৮। পৃথিবীজুড়ে জালের মতো কোনটি বিস্তৃত আছে? ক. কম্পিউটার খ. ইন্টারনেট গ. তথ্য ঘ. প্রযুক্তি সঠিক উত্তর: খ. ইন্টারনেট ৬৯। ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য বহনকারী হিসেবে কী দরকার হয়? ক. মডেম খ. সিগন্যাল গ. ল্যান্ড কার্ড ঘ. হাব সঠিক উত্তর: খ. সিগন্যাল ৭০। কোনো মিডিয়াকে ব্যবহার না করে কোন পদ্ধতিতে কম্পিউটারকে নেটওয়ার্কে জুড়ে দেয়া যায়? ক. ওয়্যারলেস খ. প্রটোকল গ. ল্যান ঘ. ক্লায়েন্ট সঠিক উত্তর: ক. ওয়্যারলেস