বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (সাধারণজ্ঞান)

প্রিয় শিক্ষার্থী, চলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
৮৮। সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত? ক) নাটোর খ) নওগাঁ গ) চাঁপাইনবাবগঞ্জ ঘ) রাজশাহী উত্তর : গ) চাঁপাইনবাবগঞ্জ ৮৯। বঙ্গবঙ্গ রহিত করা হয় কোন সালে? ক) ১৯০৫ সালে খ) ১৯০১ সালে গ) ১৯১১ সালে ঘ) ১৯১৩ সালে উত্তর : গ) ১৯১১ সালে ৯০। সংবিধানের কোন সংশোধনীর বলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তিত হয়? ক) একাদশ খ) দ্বাদশ গ) ত্রয়োদশ ঘ) চতুর্দশ উত্তর : গ) ত্রয়োদশ ৯১। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব (সাবেক) আইরিন খান কোন দেশের নাগরিক? ক) ভারত খ) পাকিস্তান গ) বাংলাদেশ ঘ) আফগানিস্তান উত্তর : গ) বাংলাদেশ ৯২। বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে বলবৎ হয়? ক) ২৬ মার্চ, ১৯৭১ খ) ১৭ এপ্রিল, ১৯৭১ গ) ৪ নভেম্বর, ১৯৭২ ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২ উত্তর : ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২ ৯৩। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন- ক) মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ খ) শাহ আব্দুল হামিদ গ) মুহম্মদ উলস্নাহ ঘ) বায়তুলস্নাহ উত্তর : খ) শাহ আব্দুল হামিদ ৯৪। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন হয় কত সালে? ক) ১৯৬৩ সালে খ) ১৯৫৭ সালে গ) ১৯৭৩ সালে ঘ) ১৯৬৫ সালে উত্তর : খ) ১৯৫৭ সালে ৯৫। গিনেস মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘণ্টা আগে? ক) ৪ ঘণ্টা খ) ৬ ঘণ্টা গ) ৭ ঘণ্টা ঘ) ৫ ঘণ্টা উত্তর : খ) ৬ ঘণ্টা ৯৬। শহীদ মিনারের স্থপতি কে? ক) হামদুর রহমান খ) মঈনুল আহসান গ) নিতুন কুন্ডু ঘ) কামরুল হাসান উত্তর : ক) হামিদুর রহমান ৯৭। বাংলা একাডেমির প্রাক্তন নাম কী? ক) চামেলী হাউস খ) সাহিত্য পরিষদ গ) বর্ধমান হাউস ঘ) বঙ্গীয় সাহিত্য সভা উত্তর : গ) বর্ধমান হাউস ৯৮। নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন? ক) এডমাউন্ড এস ফিলপস খ) এনড্রো জেড ফায়ার গ) জন সি মেথার গোমেজ ঘ) বুকানন হ্যামিলটন উত্তর : ঘ) বুকানন হ্যামিলটন ৯৯। বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত? ক) সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে খ) মৌলভীবাজারের মাধবকুন্ড মুরাইছড়ায় গ) কক্সবাজারের ডুলাহাজরায় ঘ) খুলনার মংলায় উত্তর : ক) সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে ১০০। ময়নামতির পূর্বনাম কী? ক) সিংহজানী খ) ত্রিপুরা গ) সুধারাম ঘ) রোহিতগিরি উত্তর : ঘ) রোহিতগিরি ১০১। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা কোনটি? ক) থানচি খ) শিবগঞ্জ গ) রাজস্থলী ঘ) শ্যামনগর উত্তর : ক) থানচি