ঢাবিতে ছায়া সংসদের অধিবেশন

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় বাংলাদেশ যুব ছায়া সংসদের ৮ম অধিবেশন ১৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ৮ম ছায়া সংসদের উদ্বোধন করেন। এই অধিবেশনের প্রতিপাদ্য বিষয় ছিল 'খাদ্য অপচয় রোধ ও পুষ্টিকর নিরাপদ খাদ্য নিশ্চিত করুন, যুব ক্ষমতায়নে অগ্রাধিকার দিন'। সর্বদলীয় সংসদীয় গ্রম্নপের সেক্রেটারি জেনারেল শিশির শীলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরমা দত্ত, এমপি এবং কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন। উলেস্নখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় নির্বাচনি এলাকার আদলে ৩০০ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৫০ জনসহ মোট ৩৫০ জন শিক্ষার্থী এই বাংলাদেশ যুব ছায়া সংসদে প্রতিনিধিত্ব করেন।