জবিতে ভর্তি শুরু ১১ নভেম্বর

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় আগামী ১১ নভেম্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএর প্রথমবর্ষে ভর্তি শুরু হচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকায় বিষয় পাওয়া শিক্ষার্থীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত প্রথম আহ্বানে ভর্তির সুযোগ পাচ্ছেন। ২১ অক্টোবর কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির তৃতীয় সভার কার্যবিবরণীতে এসব তথ্য পাওয়া যায়। কার্যবিবরণী অনুযায়ী, ইউনিট-১ (বিজ্ঞান শাখা), ইউনিট-২ (মানবিক শাখা), ইউনিট-৩ (বাণিজ্য শাখা) ভুক্ত বিভাগসমূহ, বিশেষায়িত চারটি বিভাগে (সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন) প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের শিওর ক্যাশের মাধ্যমে আগামী ১৭ নভেম্বরের মধ্যে ভর্তি ফি জমা দিতে হবে এবং সনদ ও কাগজপত্রসহ ১৮ নভেম্বর পর্যন্ত মনোনীত বিভাগে ভর্তির সুযোগ থাকবে। প্রিন্ট করা ফরম, ভর্তি পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, এসএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্রসহ প্রতিটির এককপি করে ফটোকপি, এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্রসহ প্রতিটির এককপি করে ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি মনোয়নপ্রাপ্ত বিভাগে ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। মেধা তালিকা অনুযায়ী ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী মেধা তালিকা প্রকাশ করা হবে। সে ক্ষেত্রে দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ২১ নভেম্বর থেকে ২৪ নভেম্বরের মধ্যে শিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি, জমা ফি এবং ২১ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে মনোনীত বিভাগে সনদ ও কাগজপত্র জমা দিতে হবে। তৃতীয় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ভর্তি ফি এবং ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে মনোনীত বিভাগে সনদ ও কাগজপত্র জমা দিতে হবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লহঁ.ধপ.নফ-এ পাওয়া যাবে।