খুবির ভতির্ পরীক্ষা ১৭ নভেম্বর

প্রকাশ | ১০ আগস্ট ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্ প্রথম বষের্ স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণিতে ভতির্ পরীক্ষা ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভতির্র জন্য ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর। এবার ৬টি স্কুল এবং দুটি ইনস্টিটিউটকে তিনটি ইউনিটে ভাগ করে একইদিনে তিন পযাের্য় ভতির্ পরীক্ষা নেয়া হবে। এবছর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীন প্রথমবার চারবছরমেয়াদি কোসের্ শিক্ষাথীর্ ভতির্ করা হবে। কোটাসহ মোট আসন সংখ্যা ১২২৯টি। খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৭ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা পযর্ন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুলের ভতির্ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পযর্ন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সমাজ বিজ্ঞান স্কুল, আইন স্কুল, চারুকলা ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভতির্ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু চারুকলা ইনস্টিটিউটের জন্য ভতির্ পরীক্ষা দুপুর ১২টা থেকে ২টা পযর্ন্ত অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পযর্ন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভতির্ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভতির্সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (শঁ.ধপ.নফ)-এ পাওয়া যাবে। এ ছাড়া ভতির্ পরীক্ষার আবেদন ফরম পূরণসংক্রান্ত যে কোনো সমস্যায় ০১৫৩৪২৯৬৪৩০, ০১৭৪০৬৭৩২৪৫, ১৫৫৬৩২৭৪০৬, ০১৫১৫২৩৭৮৪৩, ০১৬৭৭১২৪৭৭৩ অথবা ০১৫১৫২৩৭৬৮৮ নম্বরে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত) যোগাযোগ করা যাবে।