জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-১ ১। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? (ক) নবাব সিরাজউদ্দৌলা (খ) ফকরুদ্দিন মোবারক শাহ (গ) নবাব আলীবদির্ খঁা (ঘ) ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সঠিক উত্তর : (খ) ফকরুদ্দিন মোবারক শাহ নিচের অনুচ্ছেদটি পড় ২ এবং ৩নং প্রশ্নের উত্তর দাও : আশার দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে বলেন যে, বাংলার নবাবকে শাসন কাজের জবাবদিহি করতে হতো। তবে তাকে এ কাজে অথের্র জন্য অন্য একটি কতৃর্পক্ষের মুখাপেক্ষী থাকতে হতো। ২। আশার দাদুর বণির্ত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে? (ক) নবাব শাসন (খ) সুবেদার শাসন (গ) দ্বৈত শাসন (ঘ) ইংরেজ শাসন সঠিক উত্তর : (গ) দ্বৈত শাসন ৩। বণির্ত ঘটনার ফলে Ñ (র) দেশে অথৈর্নতিক সমৃদ্ধি ঘটে (রর) জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় (ররর) জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (গ) ররর ৪। ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার জনসংখ্যা কত ছিল? (ক) ৩ কোটি (খ) ৪ কোটি (গ) ৫ কোটি (ঘ) ৬ কোটি সঠিক উত্তর : (ক) ৩ কোটি ৫। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে? (ক) ১৭৫৭ সালের ২৩ জুন (খ) ১৮৫৭ সালের ২৩ জুন (গ) ১৭৫৭ সালের ৩০ মাচর্ (ঘ) ১৭৭৫ সালের ২৬ মাচর্ সঠিক উত্তর : (ক) ১৭৫৭ সালের ২৩ জুন ৬। দ্বৈত শাসনব্যবস্থার ফলে Ñ (র) দুভির্ক্ষ দেখা দেয় (রর) প্রজারা অতিরিক্ত কর দিতে বাধ্য হয় (ররর) রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর