প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
পরাগায়ন-প্রক্রিয়ায় উদ্ভিদের কী ঘটে? সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অধ্যায় : এক ২০. মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারলেও উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তার খাদ্য তৈরি করে? উত্তর: সালোকসংশ্লেষণ ২১. তোমাদের বাড়ির পাশের বনে কাঠবিড়ালি ও বানর দেখা যায়। এই প্রাণীদের আবাসস্থলÑ উত্তর: গাছ ২২. পরাগায়ন-প্রক্রিয়ায় উদ্ভিদের কী ঘটে? উত্তর: বংশ বৃদ্ধি হয় ২৩. আবিদদের ছাদের দেয়ালে একটি নতুন বটগাছ জন্মেছে। কিসের মাধ্যমে গাছটির বীজ এখানে এসেছে? উত্তর: প্রাণী ২৪. আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। এই চাহিদা মেটানোর জন্য আমরা কার ওপর নিভর্র করি? উত্তর: উদ্ভিদ ও প্রাণী উভয়ের ওপর ২৫. আফরিন তার ফলগাছ থেকে ফল সংগ্রহ করে। আফরিনের গাছগুলো নিজের খাদ্য তৈরিতে কী ব্যবহার করে? উত্তর: সূযের্র আলো ২৬. সিয়ামের সরিষাখেতে গাছ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়াকে কী বলে? উত্তর: বীজের বিস্তরণ ২৭. তিনাদের পেয়ারাগাছের বীজ থেকে গাছের গোড়ায় ছোট ছোট নতুন চারা হয়েছে। তিনার গাছের বীজ সৃষ্টিতে কোন প্রাণী সাহায্য করেছে? উত্তর: মৌমাছি ২৮. তোমাদের বাড়ির পুকুরটিতে আছে ব্যাঙ, শেওলা-জাতীয় ছোট ছোট উদ্ভিদকণা। এ ছাড়া আছে ছোট-বড় অনেক মাছ। পুকুরটিতে কী তৈরি হতে পারে? উত্তর: খাদ্যশৃঙ্খল ২৯. তামান্না একটি ব্যাঙকে ঘাসফড়িং খেতে দেখল। এই ঘাসফড়িং আবার ঘাস খায়। এভাবে পরিবেশে কী তৈরি হয়? উত্তর: খাদ্যশৃঙ্খল ৩০. তোমার বাড়ির পাশের উদ্যানটিতে অনেক গাছপালা, পশুপাখি ও লেক রয়েছে। এসব উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন খাদ্যশৃঙ্খলের অন্তভুর্ক্ত। এই খাদ্যশৃঙ্খলগুলো একত্র হয়ে কী তৈরি করে? উত্তর: খাদ্যজাল ৩১. তানিয়া টেলিভিশনে পরিবেশবিষয়ক অনুষ্ঠানে দেখল পোকা ঘাস খায়, ব্যাঙ পোকা খায়, সাপ ব্যাঙ খায়, বাজপাখি সাপ খায়। তানিয়ার দেখা এই প্রক্রিয়াটির নাম কী? উত্তর: খাদ্যশৃঙ্খল ৩২। যদি কোনো এলাকায় ব্যাঙের সংখ্যা কমতে থাকে, তা হলে কী ঘটার আশঙ্কা বেশি? উত্তর: ফড়িংয়ের সংখ্যা বৃদ্ধি পাবে ৩৩. সঠিক খাদ্যশৃঙ্খলের উদাহরণ কী? উত্তর: ঘাস-ফড়িং-ব্যাঙ ৩৪. চিংড়ি কোথায় বাস করে? উত্তর: পানিতে ৩৫. মাটি কোন পরিবেশের উপাদান? উত্তর: জড় পরিবেশের ৩৬. পরিবেশের জীব উপাদানÑ উত্তর: উদ্ভিদ ৩৭. পরিবেশের উপাদানগুলো কয়ভাগে বিভক্ত? উত্তর: দুই