৭ম শ্রেণির পড়ালেখা

বাংলা দ্বিতীয়পত্র

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
মনের ভাব প্রকাশের জন্য যে অঙ্গের ব্যবহার বেশি হয়Ñ বহুনিবার্চনি প্রশ্নোত্তর ভাষা ১৫। ক্রিয়াপদ ও সবর্নাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় কোন ভাষায়? ক. সাধু খ. চলিত গ. আঞ্চলিক ঘ. প্রমিত সঠিক উত্তর: খ. চলিত ১৬। ‘তাহারা পড়িতেছে’-বাক্যটিতে ‘তাহারা’ কোন পদ? ক. ক্রিয়া খ. বিশেষ্য গ. অব্যয় ঘ. সবর্নাম সঠিক উত্তর: ঘ. সবর্নাম ১৭। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন শতাব্দীতে? ক. পঞ্চম খ. সপ্তম গ. নবম ঘ. দশম সঠিক উত্তর: খ. সপ্তম ১৮। মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য কোন অঙ্গের ব্যবহার সবচেয়ে বেশি করে? ক. হাত খ. চোখ গ. কণ্ঠ ঘ. নাক সঠিক উত্তর: গ. কণ্ঠ ১৯। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহৃত হয়? ক. সাধুভাষা খ. চলিত ভাষা গ. আঞ্চলিক ভাষা ঘ. উপভাষা সঠিক উত্তর: খ. চলিত ভাষা ২০। ভাষাকে কিসের বাহন বলা হয়? ক. ভাবের খ. অন্তরের গ. ধ্বনির ঘ. কাজের সঠিক উত্তর: ক. ভাবের ২১। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? ক. ছবি খ. ইঙ্গিত গ. শব্দ ঘ. ভাষা সঠিক উত্তর: ঘ. ভাষা ২২। সাধুভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? ক. তৎসম খ. বিদেশি গ. দেশি ঘ. তদ্ভব সঠিক উত্তর: ক. তৎসম