জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন: বারো ভূঁইয়াদের মধ্যে সর্বাধিক সম্পদশালী ও প্রভাবশালী ছিলেন - উত্তর: জমিদার প্রতাপাদিত্য। প্রশ্ন: বারো ভূঁইয়াদের দমন করা হয় - উত্তর: সম্রাট জাহাঙ্গীরের সময়ে। প্রশ্ন: বাংলার প্রথম নবাব বা প্রথম স্বাধীন নবাব - উত্তর: মুর্শিদকুলী খান। প্রশ্ন: মুর্শিদকুলী খানের শাসনকাল - উত্তর: ১৭১৭-১৭৫৬ খ্রিস্টাব্দ। প্রশ্ন: মুর্শিদকুলী খানকে বাংলার সুবাদারি প্রদান করা হয় - উত্তর: ১৭১৭ সালে। প্রশ্ন: বাংলায় স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠা করেন - \হউত্তর: মুর্শিদকুলী খান। প্রশ্ন: ১৭৪০ সালে সরফরাজ খানকে পরাজিত করে বাংলার মসনদ (সিংহাসন বা আধিপত্য) অধিকার করেন - উত্তর: আলিবর্দী খান।