ঢাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যকলা বিভাগে ৭ দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর, ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, প্রাচ্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিল্পী আফরোজা জামিল কঙ্কা এবং বিশিষ্ট শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ফকির। প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়। নিরীক্ষামূলক কাজের জন্য পুরস্কার পান এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী যুবায়ের বিন আজিম, শ্রেষ্ঠ মাধ্যম পুরস্কার অর্জন করেন বিএফএ ৩য় বর্ষের শিক্ষার্থী হাবিবা আসলাম। এ ছাড়া বিভাগের প্রয়াত ৪ জন শিক্ষকের নামে ৪টি স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। তাদের মধ্যে শিল্পী শফিকুল আমীন স্মৃতি পুরস্কার অর্জন করেন এমএফএ দ্বিতীয় পর্বের শিক্ষার্থী এ কে এম গোলাম উলস্নাহ নিশান, বিএফএ ৩য় বর্ষের শিক্ষার্থী ইশতিয়াজ হোসেন অর্জন করেন শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পুরস্কার, বিএফএ ১ম বর্ষের শিক্ষার্থী মলয় কান্তি বিশ্বাস এবং শিল্পী শওকাতুজ্জামান স্মৃতি পুরস্কার অর্জন করেন বিএফএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী মারিয়া মিম।