জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব-
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। ১। পদার্থ কী দিয়ে তৈরি? উত্তর : ক্ষুদ্র ক্ষুদ্র অণু ২। বৃক্ক কোথায় থাকে? উত্তর : দেহের পিছনের দিকে মেরুদন্ডের দুই পাশে ৩। কিসের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়? উত্তর : অভিকর্ষজ ত্বরণের ৪। ডিম্বকে কী সৃষ্টি হয়? উত্তর : স্ত্রী জননকোষ বা ডিম্বাণু ৫। মেরুরজ্জু কোথায় সংরক্ষিত থাকে? উত্তর : মেরুদন্ডের মধ্যে ৬। শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা এককের নাম কী? উত্তর : প্রজাতি। ৭। কোন ধাপে নিউক্লিয়ার পর্দার পুনঃআবির্ভাব ঘটে? উত্তর : টেলাফেজ ৮। বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ কিসের ওপর নির্ভর করে না? উত্তর : বস্তুর ভরের ওপর ৯। পেপামোরিয়া উদ্ভিদের কোন অংশগুলো স্বচ্ছ? উত্তর : কান্ড ও মধ্য শিরা ১০। ডিমের খোসার ভিতরের পর্দা ও মাছের পটকার পর্দা কিসের উদাহরণ? উত্তর : অর্ধভেদ্য পর্দার ১১। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী যে অঙ্গের সৃষ্টি করে তাকে কী বলে? উত্তর : অণুবীজথলি ১২।একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? উত্তর : ৮টি ১৩। কাকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয়? উত্তর : প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে। ১৪। নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় কোন ধাপে? উত্তর : প্রো-মেটাফেজ ১৫। বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন কে? উত্তর : গ্রেগর জাহান মেন্ডেল ১৬। লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না কী? উত্তর : উদ্ভিদ ১৭। ভরের আন্তর্জাতিক একক কী? উত্তর : কিলোগ্রাম বা কেজি ১৮। স্প্রিং নিক্তি অনেক সময় কোন এককে দাগাঙ্কিত থাকে? উত্তর : কিলোগ্রাম এককে ১৯। কোন পর্বের প্রাণীদের দেহ চ্যাপ্টা? উত্তর : পস্নাটিহেলমিনথিস। ২০। কুমড়া, রেড়ি ও তেঁতুলের বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম হয়? উত্তর : মৃদভেদী অঙ্কুরোদ্গম ২১।ছোট দিনের উদ্ভিদ- উত্তর : চন্দ্রমলিস্নকা ২২। ভর ও ওজনের মধ্যে কোনটি পরিবর্তন হয় না উত্তর : ভর ২৩। ভূ-পৃষ্ঠে একটি বস্তুর ওজন ৫০ নিউটন হলে এর ভর কত হবে? উত্তর : ৫.১ কেজি ২৪। প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্বের নাম কী? উত্তর : আর্থ্রোপোডা। ২৫। মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে- উত্তর : ডিএনএ ২৬। ফুলের সব স্তবক থাকলে তাকে কী বলে? উত্তর : সম্পূর্ণ ফুল ২৭। চাঁদে ১ কেজি ভরের বস্তুর ওজন কত? উত্তর : ১.৬ নিউটন ২৮। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদন্ডী প্রাণীদের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে? উত্তর : ৭টি। ২৯। প্রকৃত ও অপ্রকৃত ফলকে কত ভাগে ভাগ করা হয়েছে? উত্তর : ৩ ভাগে ৩০। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৮,২ ৩১। জীবের বৃদ্ধি কিসের মাধ্যমে ঘটে? উত্তর : কোষ বিভাজনের ৩২। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণীর দেহত্বক আঁইশবিহীন? উত্তর : উভচর। ৩৩। মানবদেহে ক্রমোজোমের সংখ্যা কতটি? উত্তর : ৪৬টি ৩৪। প্রলম্বিত অংশ কত প্রকার ও কী কী? উত্তর : ২ প্রকার। যথা - অ্যাক্সন ও ডেনড্রন। ৩৫। পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে? উত্তর : অভিকর্ষ ৩৬। সিলেন্টেরন কী করে? উত্তর : পরিপাক ও সংবহনে অংশ নেয়। ৩৭। দ্রাব কাকে বলে? উত্তর : দ্রাবকে যা দ্রবীভূত হয় তাকে দ্রাব বলে। ৩৮। কোন পর্বের প্রাণীর দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত? উত্তর : একাইনোডারমাটা। ৩৯। শিমুল, পেঁপে ইত্যাদি গাছের ফুলে কোন পরাগায়ণ ঘটে? উত্তর : পর-পরাগায়ণ ৪০। হৃৎপিন্ড, ফুসফুস, ক্ষরণকারী গ্রন্থি ইত্যাদি কোন স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়? উত্তর : স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা